scorecardresearch

50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি! মাত্র ৪ হাজার টাকায় বাড়িতে নিয়ে যান নতুন ‘Redmi Note 12 Pro 5G’

Redmi Note 12 Pro 5G স্মার্টফোনে রয়েছে ১২,৯৯৯ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার

Redmi, Redmi Note 12 Pro 5G, Redmi Note 12 Pro 5G Features, Redmi Note 12 Pro 5G Specifications, Redmi Note 12 Pro 5G Price, Redmi Note 12 Pro 5G Discount offers

আপনি যদি Redmi Note 12 Pro 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে একটি দুর্দান্ত সুযোগ রয়েছে আপনার জন্য। রেডমির এই লেটেস্ট 5G ফোনটি ই-কমার্স ওয়েবসাইট Flipkart থেকে ডিস্কাউন্টে পাওয়ার সুযোগ রয়েছে। ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার সহ Flipkart থেকে Redmi Note 12 Pro 5G পাওয়ার সুযোগ রয়েছে। নতুন Redmi Note 12 Pro 5G-তে 6GB RAM, 50MP রিয়ার ক্যামেরা এবং 67W টার্বো চার্জিং প্রযুক্তির মতো বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। Redmi Note 12 Pro এর দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে জেনে নিন বিস্তারিত।

Redmi Note 12 Pro 5G: ২৩,৯৯৯ টাকা

Redmi Note 12 Pro 5G-এর 6 GB RAM এবং 128 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। ডিবিএস ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড লেনদেনের মাধ্যমে এই স্মার্টফোনটি কিনলে পাবেন ১০ শতাংশ (৭৫০ টাকা পর্যন্ত) ছাড়। Flipkart Axis Bank কার্ডের মাধ্যমে স্মার্টফোনটি কিনলে পাবেন ৫ শতাংশ ক্যাশব্যাক। ফোনটি ৪ হাজার টাকা নো-কস্ট ইএমআই-তে নেওয়া যাবে। SBI ক্রেডিট নন EMI-তে হ্যান্ডসেট নেওয়ার ক্ষেত্রে ২হাজার টাকার ছাড় পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফারের আওতায়, Redmi Note 12 Pro 5G স্মার্টফোনে রয়েছে ১২,৯৯৯ টাকা পর্যন্ত ছাড়।

Redmi Note 12 Pro 5G ফিচার

Redmi Note 12 Pro 5G স্মার্টফোনটিতে 6 GB RAM এবং 128 GB ইনবিল্ট স্টোরেজ রয়েছে। হ্যান্ডসেটটিতে একটি 6.67 ইঞ্চি ফুলএইচডি ডিসপ্লে রয়েছে। স্ক্রিনটি 120Hz রিফ্রেশ রেট অফার করে। স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে 5000mAhব্যাটারি। সঙ্গে রয়েছে 67W টার্বো চার্জিং সাপোর্ট। হ্যান্ডসেটটিতে 50 মেগাপিক্সেলের প্রাথমিক, 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ওআইএস (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) এর তিনটি সেন্সর রয়েছে। ফোনটিতে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Redmi-এর এই হ্যান্ডসেটে MediaTek Dimensity 1080 প্রসেসর দেওয়া হয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Bengali App.

Web Title: Xiaomi redmi note 12 pro