/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/xiaomi_bloomberg1.jpg)
ফোল্ডেবল স্ক্রিনের ফোনের তালিকায় উল্লেখ করা হয়েছে শাওমির নাম, তবে এখনও তা গুজব পর্যায়ে
বছর শেষে দাম পড়ল সাধের ফোনের। Redmi Note 5 Pro, Mi A2, এবং Redmi Y2 এই তিন জনপ্রিয় ফোনের দাম কমিয়েছে কোম্পানি। কিন্ত অন্যদিকে আবার দাম বাড়িয়েছে Redmi 6 এবং Redmi 6A ফোনের। দাম বাড়িয়ে দাম কমিয়ে হরেদরে ব্যবসায় একই লাভ রাখতেই বোধহয় এই সিদ্ধান্ত। এই বছর শাওমির সবচেয়ে জনপ্রিয় ফোন হয়েছে Redmi Note 5 Pro।
শাওমি Redmi Note 5 Pro ৪ জিবি এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের নতুন দাম ১৩,৯৯৯ টাকা। উল্লেখ্য, লঞ্চ হওয়ার পর নির্ধারিত দাম থেকে ১,০০০ টাকা বাড়ানো হয়েছিল। তখন দাম ছিল ১৪,৯৯৯ টাকা। সেই বর্ধিত দামই ফের কমিয়ে দিল শাওমি।
Here's the 2nd big news of the #Super3 - We're giving a permanent discount of ₹1,000 on 5 phone variants.
Mi A2 (4GB+64GB) - ₹15,999
Mi A2 (6GB+128GB) - ₹18,999
Redmi Y2 (4GB+64GB) - ₹11,999
Redmi Note 5 Pro (4GB+64GB) - ₹13,999
Redmi Note 5 Pro (6GB+64GB) - ₹15,999 pic.twitter.com/dgZdVib2qU— Mi India (@XiaomiIndia) November 16, 2018
৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে Redmi Note 5 Pro এর দামও কমিয়েছে ১,০০০ টাকা। অর্থাৎ যে দামে আগে ৪ জিবি এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের মডেলটি পেতেন এখন সেই দামেই মিলবে ৬ জিবি র্যাম ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের মডেলটি। উৎসবের মরশুমে ফোনগুলির ওপর প্রায় ২,০০০ টাকা ছাড় পাওয়া গিয়েছিল।
Mi A2 শাওমির প্রথম ফোন। যেখানে অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ওয়ান। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলটির ১,০০০ টাকা দাম কমে নতুন দাম এখন ১৫,৯৯৯ টাকা । ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের নতুন দাম ১৮,৯৯৯ টাকা।
অবশেষে, Redmi Y2 এখন ১১,৯৯৯ টাকায়। এই ফোনটির ইউএসপি সেলফি ক্যামেরা।
Mi Fans, Xiaomi has been the #1SmartphoneBrand for 5 quarters in a row as per the latest @IDC report. Now, that calls for a No. 1 celebration and how?
Interesting trivia : @XiaomiIndia has an amazing 42% share of dual camera phones. pic.twitter.com/z26e68zfFv— Mi India (@XiaomiIndia) November 16, 2018
এখন প্রশ্ন, এক ধাক্কায় কেন দাম কমালো শাওমি? কোম্পানির দাবি, তাদের ফোনের বিক্রি বেড়েছে, কাজেই ফোন পিছু কম্পোনেন্টের খরচ হ্রাস পেয়েছে, যার ফলে তারা দাম কমিয়েছে। আজ বেলা ১২ টার পর থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে।
Read the full story in English