/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/01/redminote7_big_3-1.jpg)
Redmi Note 7 and Redmi Note 7 Pro Price, Specification in India: ক্যামেরায় আমূল পরিবর্তন। রেড মির সিক্স সিরিজের সাফল্যের পর বছর শুরুতে শাওমি ধামাকা। ৪৮ মেগা পিক্সেলের ক্যামেরায় সম্প্রতি গ্যাজেট দুনিয়ার শিরোনাম কেড়ে নিয়েছে এই চিনা সংস্থা। এটি প্রথম রেড মি ব্র্যান্ড যার ইউএসপি শুধুমাত্র ক্যামেরা।
সেভেন সিরিজ থেকে আলাদা হয়ে যাচ্ছে রেডমি। অর্থাৎ আসন্ন ফোনগুলিকে বলা হবে 'রেডমি বাই শাওমি'। সদ্য চীনে লঞ্চ হয়েছে Redmi Note 7। যার মধ্যে থাকবে ২.৫ ডি কার্ভড গ্লাস ডিজাইন।
Redmi Note 7 তিনটি মডেলে লঞ্চ হবে, উল্লেখ্য ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সত্ত্বেও, দাম সাশ্রয়ী মূল্যের। ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজের ভারতীয় মূল্য হতে পারে প্রায় হাজার দশেক।
Come join our "Name the Color" game for a chance to win a personalized #RedmiNote7! Just hop on the Mi Community App to learn more! pic.twitter.com/02mbJcMVOy
— Mi (@xiaomi) January 10, 2019
৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দাম পরবে প্রায় ১২,০০০ টাকা। ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি র্যাম সহ Redmi Note 7 দাম হতে পারে ১৪,০০০ টাকা।
Redmi Note 7 ফোনটিতে ৬.৩ ইঞ্চির ডিসপ্লে, সম্পূর্ণ এইচডি + রেজোলিউশন রয়েছে। ডিসপ্লের উজ্জ্বলতার জন্য 450 nits। ১৯.৫: ৯ অ্যাসপেক্ট রেশিওর সঙ্গে ২৩৪০ x ১০৮০ পিক্সেল রেজোলিউশন রয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর চালিত ফোনটি তিনটি র্যাম ভার্সনে পাওয়া যাবে। ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ৫ মেগাপিক্সেলের কম্বিনেশন রয়েছে। একইসঙ্গে সামনে থাকছে AI ফিচার সহ ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৪০০০ mAh ব্যাটারি ব্যকআপ পাওয়া যাবে।
Read the full story in English