/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/redmi-k-20-feature.jpg)
স্ন্যাপড্রাগনের ৮৫৫ প্রসেসরের রেডমি ফোন বছরের কাঙ্খিত স্মার্টফোন গুলির মধ্যে একটি। এতদিন নাম নিয়ে ছিল ধোঁয়াশা। মঙ্গলবার কোম্পানি জানিয়েছে ফোনটির নাম Redmi K20।
রেডমির জেনারেল ম্যানেজার লু ওয়েবিং জানিয়েছেন, রেড মি কে সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের সমস্ত ফোনই হবে নামিদামি। কোম্পানির তরফ থেকে জনানো হয়েছে, কিলার সিরিজ থেকে 'কে' শব্দটি নিয়েছেন কর্তৃপক্ষ। অর্থাৎ গ্যাজেট ময়দানে যে সমস্ত চলতি ফোন রয়েছে তাদের বাজারকে আঘাত করবে Redmi K20।
An all-new #Redmi with a new 48MP Super camera is coming.
RT if you wanna know what the #48MPForEveryone is all about! pic.twitter.com/8MOfCVtaLs
— Redmi India (@RedmiIndia) May 14, 2019
6GB/64GB, 6GB/128GB, 8GB/256GB তিনটি ভার্সনে পাওয়া যাবে K20। একইসঙ্গে 6GB/64GB, 6GB/128GB, 8GB/128GB, 8GB/256GB এর মডেলে পাওয়া যাবে K20 Pro।
৪০০০ mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর ও ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা সঙ্গে ৬.৩৯ ইঞ্চির AMOLED ডিসপ্লে হতে পারে ফোনটির ইউএসপি। সাধ্যের দামে Poco F2 ফোনটি চলে ৮৫৫ প্রসেসরে।
Read the full story in English