একচেটিয়া গ্যাজেট দুনিয়ার শিরোনাম আঁকড়ে ধরে রাখতে সিদ্ধহস্ত শাওমি। রেডমি নোট সেভেন প্রো এনে এই মুহূর্তে জনপ্রিয়তার শীর্ষে এই বৃহৎ চিনা সংস্থা। এবার ভারতে সেই জায়গাটা আরও সুদৃঢ় করতে ফের নতুন ফোন লঞ্চের দিনক্ষণ ঠিক করে ফলেছে তারা। Xiaomi Redmi Note 7S। সুপার রেডমি নোট সেভেন, অর্থাৎ আন্দাজ করা যায় সেভেন প্রো-এর থেকে এককাঠি ওপরে এই ফোন।
কোম্পানির সিইও মানু কুমার জৈন জানিয়েছেন, আগামী ২০ তারিখ লঞ্চ হবে Xiaomi Redmi Note 7S। এই ফোনেও থাকবে ৪৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। কোম্পানি জানিয়েছে, মাইনাস ৫৮ ডিগ্রী তাপমাত্রাতে ৩৫ কিমি উচ্চতা থেকে পড়ে গিয়েও দিব্য চলতে পারবে Xiaomi Redmi Note 7S। উল্লেখ্য, গ্যাজেট দুনিয়ার একাংশ মনে করছে Redmi Note 7 সিরিজের মত দেখতে হবে ফোনটি। অন্যদিকে, স্ন্যাপড্রাগনের ৮৫৫ প্রসেসরের রেডমি K20 ফোন বছরের কাঙ্খিত স্মার্টফোন গুলির মধ্যে একটি। এতদিন নাম নিয়ে ছিল ধোঁয়াশা।
আরও পড়ুন: পিছনের ক্যামেরাই এবার আপনার সেলফি ক্যামেরা
এছাড়া আর কোনো তথ্য শেয়ার করেনি কোম্পানি। ২ মাসে একচেটিয়া বাজার করেছে রেডমি নোট সেভেন প্রো। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, লঞ্চের পর থেকে প্রায় ২০ লাখ ফোন বিক্রি হয়েছে। এদিকে মাত্র গুটি কয়েকবার ফ্ল্যাশ সেলে ধরা দিয়েছে Redmi Note 7 ও Redmi Note 7 pro। অবশ্য সম্প্রতি ভাগ্য ভালো থাকলে দোকানেও পেয়ে যেতে পারেন ফোনটি।
কিন্তু এহেন সংখ্যা নিতান্ত গুজব বলে মনে করছেন একাংশ। তাদের বক্তব্য, ফ্ল্যাশ সেলে ২ মিনিটেই নাকি উধাও। নাগালেই পাওয়া যাচ্ছে না রেডমি নোট সেভেন সিরিজ। বলা বাহুল্য আপাতত জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই সিরিজ। যা সমস্ত ফোনের বাজারকে একটু হলেও আঘাত করেছে।
Read the full story in English