xiaomi smart band 9: বাজারে সুনামি তুলতে আসছে Xiaomi Smart Band 9, সিঙ্গেল চার্জেই একটানা ২১ দিন পর্যন্ত চলবে। ফাঁস একাধিক চমৎকার ফিচার্স।
Xiaomi স্মার্ট ব্যান্ড 9 সম্পর্কে একটি নতুন তথ্য ফাঁস হয়েছে। ফিটনেস ব্যান্ডটি আগের মডেল স্মার্ট ব্যান্ড 8 এর আপগ্রেড ভার্সন হিসাবেই সামনে আনবে সংস্থা। প্রায় একই রকম ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হতে পারে। এর নকশা ডিম্বাকৃতির হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসপ্লে সাইজ হতে পারে 1.62 ইঞ্চি।
পুরানো মডেল স্মার্ট ব্যান্ড 8 এর তুলনায় Xiaomi স্মার্ট ব্যান্ড 9-এ একাধিক আপগ্রেড ফিচার থাকতে পারে। XM.cz-এর রিপোর্ট অনুযায়ী, আসন্ন স্মার্টব্যান্ডে অ্যালুমিনিয়াম কেসিং দেখা যাবে। এটি আগের চেয়ে আরও বেশি প্রিমিয়াম লুকে লঞ্চ হতে পারে। ডিসপ্লেটিও আপগ্রেড করা হবে এবং এটি আগের থেকে বেশি উজ্জ্বলতার সঙ্গে লঞ্চ হতে পারে। যার সর্বোচ্চ উজ্জ্বলতা 1200 নিট পর্যন্ত দেওয়া হতে পারে। রিফ্রেশ রেট 60Hz ।
আরও পড়ুন - < jio cheapest plan: বাজার ধরে রাখতে মরিয়া jio, আনল সেরা রিচার্জ প্ল্যান, ৯০ দিনের বৈধতার সঙ্গে পান ২০০ জিবি ডেটা! >
স্মার্ট ব্যান্ড 9-এ আরও বেশি শক্তিশালী ব্যাটারি থাকবে। 233mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হতে পারে এই ফিটনেস ব্যান্ড। স্ট্যান্ডার্ড মোডে, ২১ পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে বলেই খবর। এছাড়াও, স্মার্ট ব্যান্ড 9-এ হার্ট রেট মনিটরিং এবং SpO2-এর মত একাধিক হেলথ ফিচার থাকবে। কোম্পানি এবার এতে Bluetooth 5.4 যুক্ত করতে পারে। Xiaomi Smart Band 9 এর রিলিজ ডেট সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে এখনও কোন ইঙ্গিত দেওয়া হয়নি। এ জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে।