Advertisment

Xiaomi electric car: গাড়ির বাজারই বদলে যাবে! টেসলার আগেই ভারতে Xiaomi-র ইলেকট্রিক কার, SU7 ঘিরে তুঙ্গে উন্মাদনা

Xiaomi-র নয়া SU7 ইলেকট্রিক কার ঘিরে তুঙ্গে উন্মাদনা।

author-image
IE Bangla Tech Desk
New Update
Xiaomi SU7 Electric Car, Xiaomi Electric Car,

Xiaomi-র নয়া SU7 ইলেকট্রিক কার ঘিরে তুঙ্গে উন্মাদনা।

xiaomi electric car: টেসলার আগে আসছে শাওমির ইলেকট্রিক গাড়ি! Xiaomi-র নয়া SU7 ইলেকট্রিক কার ঘিরে তুঙ্গে উন্মাদনা।

Advertisment

স্মার্টফোন, ল্যাপটপ, টিভি এবং অডিও পণ্য লঞ্চ করার পর, Xiaomi শীঘ্রই ভারতীয় বাজারে তাদের বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করতে পারে। যদিও লঞ্চের তারিখ এখনও সামনে এসে নি।

Xiaomi কোম্পানির পণ্য যেমন স্মার্টফোন, স্মার্ট টিভি, ট্যাবলেট, স্মার্টওয়াচ এবং ইয়ারবাডের লঞ্চ হতে দেখেছেন। কিন্তু এবার কোম্পানি শীঘ্রই ভারতের বাজারে ইলেকট্রিক সেগমেন্টে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। ভারতের টেসলার প্রবেশ নিয়ে অনেকদিন ধরেই অনেক জল্পনা চলছে, কিন্তু এখন পর্যন্ত টেসলার প্রথম গাড়ি কবে ভারতে লঞ্চ হবে বা টেসলা কবে ভারতের বাজারে প্রবেশ করতে চলেছে তা স্পষ্ট নয়।

টেসলা ইলেকট্রিক কারের আগে, এখন Xiaomi-এর প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে। কোম্পানি এখনও লঞ্চের তারিখ সম্পর্কে কোনও অফিসিয়াল তথ্য দেয়নি, তবে রিপোর্ট অনুযায়ী, কোম্পানি আগামী সপ্তাহে ৯ জুলাই ভারতে তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি Xiaomi SU7 প্রদর্শন করতে চলেছে। এই বৈদ্যুতিক গাড়িটি এই বছরের শুরুতে চীনা বাজারে লঞ্চ হয়েছিল।

আরও পড়ুন: < AC Tips: বর্ষায় এসির সেটিংসে আনুন সামান্য বদল, তৃপ্তির চাদড়ে মুড়ে ফেলুন নিজেকে! >

Xiaomi SU7 দামের কথা বললে, Xiaomi-এর এই ইলেকট্রিক কারের প্রারম্ভিক দাম হল 2,15,900 ইউয়ান (প্রায় 24.90 লক্ষ)। এই গাড়ির চারটি ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে। এন্ট্রি-লেভেল, প্রো ভেরিয়েন্ট, ম্যাক্স ভেরিয়েন্ট এবং লিমিটেড ফাউন্ডার এডিশন। এই গাড়িটি দুটি ব্যাটারি বিকল্পে লঞ্চ করা যেতে পারে, এন্ট্রি লেভেল ভেরিয়েন্টে 73.6 kWh ব্যাটারি দেওয়া হতে পারে এবং টপ মডেলে 101kWh ব্যাটারি থাকতে পারে বলেই রিপোর্ট ।

টপ ম্যাক্স ভেরিয়েন্টের সর্বোচ্চ গতি হবে 265kmph এবং গাড়িটি 2.78 সেকেন্ডের মধ্যে 0 থেকে 100 পর্যন্ত স্পিড তুলতে সক্ষম। এই ভেরিয়েন্টটি একবার সম্পূর্ণ চার্জে 810 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার করবে। লক্ষণীয় বিষয় হল Xiaomi SU7 শুধুমাত্র ভারতে প্রদর্শন করা হচ্ছে। কোম্পানি এখনও ভারতে এই গাড়ির লঞ্চের বিষয়টি নিশ্চিত করেনি।

Electric Vehicle xiaomi
Advertisment