Advertisment

Xiaomi SU7 Ultra Launch: টেসলাকে পিছনে ফেলে এগিয়ে গেল Xiaomi! 350kmph-র টপ স্পিড সহ ইলেকট্রিক কার আনল সংস্থা

Xiaomi SU7 Ultra Launch: কয়েক মাসের জল্পনার অবসান। অবশেষে বাজারে লঞ্চ করল Xiaomi এর নতুন বৈদ্যুতিক গাড়ি। ইতিমধ্যে এই গাড়িটির প্রি-বুকিং শুরু হয়েছে। নয়া এই ইলেকট্রিক কারে রয়েছে একাধিক অত্যাধুনিক ফিচার্স সেই সঙ্গে রয়েছে দুর্দান্ত ড্রাইভিং রেঞ্জ।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
xiaomi su7 ultra

টেসলাকে পিছনে ফেলে এগিয়ে গেল Xiaomi! 350kmph-র টপ স্পিড সহ ইলেকট্রিক কার আনল সংস্থা

Xiaomi SU7 Ultra Launch: টেসলাকে জোর টক্কর! 350kmph-র টপ স্পিড, 630km দুর্দান্ত রেঞ্জ সহ বাজারে এল  Xiaomi-র নতুন ইলেকট্রিক কার।

Advertisment

কয়েক মাসের জল্পনার অবসান। অবশেষে বাজারে লঞ্চ করল Xiaomi এর নতুন বৈদ্যুতিক গাড়ি। ইতিমধ্যে এই  গাড়িটির প্রি-বুকিং শুরু হয়েছে। নয়া এই ইলেকট্রিক কারে রয়েছে একাধিক অত্যাধুনিক ফিচার্স সেই সঙ্গে রয়েছে দুর্দান্ত ড্রাইভিং রেঞ্জ।  

টেসলাকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ল জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা সংস্থা Xiaomi! ইতিমধ্যে কোম্পানি বাজারে নিয়ে এসেছে ব্র্যাণ্ডের নয়া গাড়ি, নতুন বৈদ্যুতিক সেডান। এই বৈদ্যুতিক গাড়িটি দুর্দান্ত ফিচার্স সহ লঞ্চ করা হয়েছে। Xiaomi-এর এই  ইলেকট্রিক কারটির ডিজাইন হুবহু স্পোর্টস কারের মতো, শুধু তাই নয়, কোম্পানি এই গাড়িতে অনেক দুর্দান্ত ফিচার্সও যুক্ত করেছে।  

BSNL-এর তোলপাড় ফেলা অফার, প্রতিটি রিচার্জে পান আর্কষণীয় ছাড়

Xiaomi SU7 আল্ট্রা টপ স্পিড
Xiaomi এর এই বৈদ্যুতিক সেডানটি 350kmph এর সর্বোচ্চ গতির সাথে লঞ্চ করা হয়েছে, এই গাড়িটি 0 থেকে 100 স্পিডে পৌঁছাতে সময় নেয় মাত্র 1.98 সেকেন্ড। পাশাপাশি গাড়িটি 0 থেকে 200 পর্যন্ত স্পিডে পৌঁছাতে 5.86 সেকেন্ড সময় নেয়। এই কারণেই শাওমির এই বৈদ্যুতিক সেডানটি বিশ্বের দ্রুততম ইলেকট্রিক গাড়িতে পরিণত হয়েছে।

এই গাড়িতে একটি ট্রিপল মোটর সিস্টেম রয়েছে, দুটি V8s এবং একটি V6s মোটর দেওয়া আছে, এই গাড়িতে ব্যবহৃত V8s মোটরটি খুবই শক্তিশালী। এই গাড়িতে তিনটি নতুন ইলেকট্রিক স্পোর্ট সাউন্ড প্রোফাইল যেমন আল্ট্রা ইলেকট্রিক, আল্ট্রা সোনিক এবং আল্ট্রা পালস দেওয়া হয়েছে। এর সাথে, একটি 40 ওয়াটের স্পিকারও রয়েছে যা ভাল সাউন্ড কোয়ালিটি প্রদান করে।

দিওয়ালিতে তোলপাড় ফেলা অফার! ২০ হাজার কমে পান দুর্দান্ত এই ই-স্কুটার, ফুল চার্জে চলবে ১৭০ কিলোমিটার

Xiaomi SU7 আল্ট্রার রেঞ্জ
Xiaomi-এর এই বৈদ্যুতিক সেডানটি একবার সম্পূর্ণ চার্জে 630 কিলোমিটার পর্যন্ত ভাল ড্রাইভিং রেঞ্জ অফার করে৷ চিনা বাজারে এই ইলেকট্রিক সেডানের প্রি-বুকিং শুরু হয়েছে, কোম্পানি এই গাড়ির দাম রেখেছে 814,900 ইউয়ান (প্রায় 96,00,035 টাকা)। আগামী বছর 2025 সাল নাগাদ এই গাড়িটির ডেলিভারি শুরু হবে বলে আশা করা হচ্ছে।

xiaomi Electric Vehicle
Advertisment