Xiaomi YU7 Electric SUV: টেসলাকে টেক্কা! বাজারে এল Xiaomi SUV, সিঙ্গেল চার্জে দেবে ৮০০ কিমি মাইলেজ

Xiaomi YU7 Electric SUV: সরাসরি এবার টেসলার সঙ্গে প্রতিযোগিতায় নামছে Xiaomi কিন্তু ভারতে কবে লঞ্চ হবে নয়া এই Xiaomi SUV- এবং এর দাম কী হবে সে সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি।

author-image
IE Bangla Tech Desk
New Update
Xiaomi SUV

Xiaomi তাদের প্রথম বৈদ্যুতিক SUV লঞ্চ করেছে

Xiaomi YU7 Electric SUV: শুধুমাত্র ভারতে নয়, সারা বিশ্বেই বৈদ্যুতিক গাড়ির চাহিদা আকাশছোঁয়া। এই প্রেক্ষাপটে Xiaomi তাদের প্রথম বৈদ্যুতিক SUV লঞ্চ করেছে! এর স্পোর্টি এবং স্টাইলিশ লুক আপনাকে এই গাড়িটির প্রেমে পড়তে বাধ্য করবে।

Advertisment

নতুন এই Xiaomi SUV-তে রয়েছে একাধিক হাই-টেক ফিচার। এতে ডুয়াল সেটআপ মোটর রয়েছে, যা 299 এইচপি এবং 392 এইচপি শক্তি জেনারেট করতে সক্ষম। উভয় মোটর একসাথে 691 এইচপি শক্তি জেনারেট করতে পারে। এসইউভিটির দৈর্ঘ্য 4,999 মিমি, প্রস্থ 1,996 মিমি এবং উচ্চতা 1,600 মিমি। এর হুইলবেস 3,000 মিমি এবং কার্ব ওজন 2,405 কেজি। এই SUV-এর সর্বোচ্চ গতি 253 কিমি প্রতি ঘণ্টা!

এই মডেলের দাম আনুমানিক 2.50 লক্ষ থেকে 3.50 লক্ষ ইউয়ান (প্রায় 29 লক্ষ থেকে 41 লক্ষ টাকা)। এছাড়াও, এই গাড়িতে 101 kWh এর একটি বড় Qilin ব্যাটারি প্যাক রয়েছে, যা একবার সম্পূর্ণ চার্জে প্রায় 800 কিলোমিটার রেঞ্জ প্রদান করতে সক্ষম।

Advertisment

Xiaomi সরাসরি এবার টেসলার সঙ্গে প্রতিযোগিতায় নামছে। তবে ভারতে কবে লঞ্চ হবে নয়া Xiaomi SUV এবং এর দাম কী হবে সে সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। রিপোর্ট অনুযায়ী, Xiaomi-এর এখনই ভারতে ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার কোনও পরিকল্পনা নেই। Xiaomi-এর এই বৈদ্যুতিক গাড়ির সর্বোচ্চ গতি হবে 253 কিমি প্রতি ঘণ্টা।

 

xiaomi Electric Vehicle