Advertisment

Poco F1 প্রসেসরে আপোস করতে নারাজ শাওমি

বাজারে আগত নতুন ব্র্যান্ডটি শাওমির। যার নাম ‘Pocophone’। যেখানে প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য থাকবে অত্যাধুনিক প্রযুক্তি। তবে পকেট ফ্রেন্ডলি দামেই পাওয়া যাবে ফোনটি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Xiaomi Poco F1 launch in India today: প্রথমধাপে আজই লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Xiaomi Poco F1। ইতিমধ্যেই ইন্টারনেটে Xiaomi Poco F1 ফোনের ইতিবৃত্ত সামনে এসেছে। আপাতত ফিল্পকার্ট থেকেই Poco F1 কেনা যাবে বলে জানিয়েছে সংস্থা। এই ফোনের অন্যতম ইউএসপি আপডেটেড প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট আর ডুয়াল রিয়ার ক্যামেরা। অবশ্য ডুয়াল রিয়ার ক্যামেরা বর্তমানে সব ফোনেই পাওয়া যায়। তবে মূল আকর্ষনে থাকতে পারে ফোনের প্রসেসর। ১২.৩০ লঞ্চ হবে ফোনটি। ফিল্পকার্টে রাতারাতি বুকিংএর জন্য ‘Notify Me’ তে আগাম ক্লিক করে রাখুন।

Advertisment

Pocophone Poco F1 India launch: How to watch livestream, timings

শাওমির ভক্তরা লঞ্চের লাইভস্ট্রিমিং ইভেন্টটি দেখতে পারবেন, ওয়েবসাইটের পাশাপাশি @ইন্ডিয়াপোকো ফেসবুক পেজে চলবে ফোনের লাইভ। আপনি যদি আপডেট লাইভ দেখতে না পারেন, আপনি টুইটারেও ঢুঁ মারতে পারেন।

কিছুদিন আগে Pocophone F1এর লঞ্চের খবর এসে পৌছেছিল। MySmartPrice প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মনে করা হচ্ছিল বাজারে আগত নতুন ব্র্যান্ডটি শাওমির। যার নাম ‘Pocophone’। যেখানে প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য থাকবে অত্যাধুনিক প্রযুক্তি। তবে পকেট ফ্রেন্ডলি দামেই পাওয়া যাবে ফোনটি।

A2 এর মত প্রসেসরে আপোস করতে নারাজ শাওমি। স্ন্যাপড্রাগন ৮৪৫ এর সঙ্গে থাকবে ঠান্ডা রাখার জন্য একটি তরল পদার্থ। যা দিয়ে কর্মক্ষমতা বেড়ে যাবে প্রসেসরের। ধারণক্ষমতার স্থায়িত্ব বেড়ে যাবে বলে দাবি কোম্পানির। আপাতত Pocophone F1এর যে বৈশিষ্ট্য প্রকাশ্যে এসেছে তা হল, ফোনটিতে থাকবে ৫.৯৯ ইঞ্চির ডিসপ্লে। যার রেজুলেশন হবে ২১৬০x ১০৮০ পিক্সেল। স্ক্রিনের রেশিও থাকবে ১৮: ৯ অ্যাসপেক্ট রেশিও।

দুটি ভার্সনে পাওয়া যাবে শাওমির সাব ব্র্যান্ড Pocophone F1। ৬জিবি/৮জিবি র‌্যামের সঙ্গে ৬৪ ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ১২ ও ৫ মেগাপিক্সেলর রিয়ার ক্যামেরা কম্বিনেশন থাকবে ফোনটিতে। ১২ মেগাপিক্সলের ক্যামেরা লেন্সে থাকবে ১.৪ µm পিক্সেল ও ডুয়াল পিক্সলের অটোফোকাস। ৫ মেগাপিক্সেলের সঙ্গে থাকবে ডেপথ সেন্সর। সেলফি জনপ্রিয়তার জন্য সামনে বরাদ্দ ২০ মেগাপিক্সেল। কোম্পানি জানিয়েছে সুপার পিক্সেল প্রযুক্তি থাকবে সামনের ক্যামেরায়। যার মধ্যে অতিরিক্ত ক্লিয়ারিটির জন্য ফোর পিক্সেলের কম্বাইন থাকবে ওই টেকনোলজিতে। ৪০০০ mAh ব্যাটারি ব্যাকআপ রয়েছে রয়েছে ফোনটিতে। সফ্টওয়্যার জন্য, সর্বশেষ আপডেটেড কাস্টম রম, MIUI 10 দ্বারা চালিত হবে।এইমূহুর্তে ভারতে কত দাম হবে তা নিয়ে কোম্পানির তরফ থেকে কিছু জানানো হয়নি। বিশেষজ্ঞদের মতে OnePlus 6 ও Honor 10-এর সঙ্গে টেক্কা দিতে সক্ষম হবে এই ফোন।

xiaomi
Advertisment