বিশ্বাস করা যায়, চার লাখ আশি হাজার টাকার স্মার্টফোন! হ্যাঁ, সম্প্রতি বিশ্বাস আপনাকে করতেই হবে। কারণ আজই ভারতে তার লঞ্চ। জনপ্রিয় চাইনিজ কোম্পানি সদ্য ঘোষণা করেছেন, তারা Redmi K20 Pro ফোনটির একটি মডেল ভারতে লঞ্চ করবে। যার আকর্ষণীয় স্পেসিফিকেশন হল ফোনটি তৈরি সোনা দিয়ে।
অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে কোম্পানি জানিয়েছে ১৭ জুলাই সোনা প্রিয় ভারতীয়দের জন্য লঞ্চ করা হবে স্পেশাল ভার্সন। মডেলের নাম Redmi K20 Pro। ভারতের বাজারে যার মূল্য ৪,৮০,০০০ টাকা।
সোনা দিয়ে বাঁধানো এই ফোনে কী কী ফিচার ও স্পেশিফিকেশন রয়েছে?
বাকি সাধারণ ফোনের থেকে একেবারেই আলাদা নয় ফিচারে। গুগলের অ্যান্ড্রয়েড ৯.০ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে থাকবে ৪,০০০ এমএইচের ব্যাটারি সঙ্গে ২৭ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা।
তিনটি ক্যামেরার মধ্যে থাকবে ৪৮, ১৩ ও ৮ মেগাপিক্সেলের কম্বিনেশন। ফ্রন্ট ক্যামেরার জন্য বরাদ্দ ২০ মেগাপিক্সেল।
Read the full story in English