দাম ৭,৪৯৯ টাকা। ফোনটির নাম XOLO ERA 5X। উল্লেখ্য, এটি ভারতীয় ব্র্যান্ড। ৫.৭ ইঞ্চির HD+ IPS ডিসপ্লে, যা ২.৫ ডি কার্ভড গোরিলা গ্লাস দিয়ে সুরক্ষিত। মিডিয়াটেক হিলিও A22 প্রসেসর রয়েছে ফোনটিতে।
সংস্থার সহ প্রতিষ্ঠাতা এসএন রাই বলেন, টেক স্যাভি ভারতীয় ও তাদের ফোটো তোলার ইচ্ছাকে আরও প্রশ্রয় দিতে তারা লঞ্চ করেছে XOLO ERA 5X।
ক্যামেরায় যে যে ফিচার আছে
পোট্রেট লাইটিং, রিয়েল টাইম বোকে, ফেস বিউটি, এইচডিআর, প্যানোরামা, এআর স্টিকার, সুপার নাইট মোড, কিউআর স্ক্যানার, ইন্টেলিজেন্স সেলফি, মাইক্রোস্পার এবং FHD রেকর্ডিং।
XOLO ERA 5X
যে যে কারণে কিনতে পারেন XOLO ERA 5X
১) ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সঙ্গে 5P লার্গান লেন্সের ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং এলইডি লেন্স।
২) প্রফেশনাল গ্রেডে একাধিক ছবি তোলার জন্য রয়েছে AI স্টুডিও মোড
৩) ৩জিবি DDR3 র্যাম ও ৩২ জিবি রম ও ১২৮ জিবি অবধি এক্সটারনাল মেমোরিকার্ড লাগানোর সুবিধা।
XOLO ERA 5X
৪) ৩০০০ mAh AI ব্যাটারি সঙ্গে থাকছে ফাস্ট, চার্জিংয়ের সুবিধা। কোম্পানির দাবি একবার চার্জে ১.৫ দিন কাজ করা সম্ভব হবে ফোনটিতে।
৫) ফোন আনলক কজরার জন্য থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যা দিয়ে ফোনের লক খুলতে সময় লাগবে ০.২ সেকেন্ড । একইসঙ্গে রয়েছে ফেস আনলক সিস্টেম।
XOLO ERA 5X
৬) 4G + 4G ডুয়াল ভোলটি সিমের স্লট রয়েছে।
৭) ফোন কেনার সঙ্গে নতুন জিওর নেটওয়ার্ক কানেকশন নিলে ১২০০ টাকার ক্যাশব্যাক ও ৫০ জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে।
৮) ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে ফোনটি কিনলে পেয়ে যাবেন প্রায় ১৫০০ টাকা ছাড়ের অফার।