কম দামে , ফিচারে পুষ্টিকর ফোন

৬.২২ ইঞ্চির HD+ নচ ডিজাইনের ২.৫ ডি কার্ভড কর্নিং গ্লোরিলা গ্লাসের ডিসপ্লে রয়েছে ফোনটিতে। ফোনটিতে রয়েছে ১৩ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা কম্বিনেশন ।

৬.২২ ইঞ্চির HD+ নচ ডিজাইনের ২.৫ ডি কার্ভড কর্নিং গ্লোরিলা গ্লাসের ডিসপ্লে রয়েছে ফোনটিতে। ফোনটিতে রয়েছে ১৩ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা কম্বিনেশন ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

XOLO Premium ZX Smartphone

দাম শুরু ১১,৪৯৯ টাকা থেকে। দুধরনের র‌্যাম ও ইন্টারনাল স্টোরেজে পাওয়া যাবে XOLO Premium ZX।

Advertisment

৬.২২ ইঞ্চির HD+ নচ ডিজাইনের ২.৫ ডি কার্ভড কর্নিং গ্লোরিলা গ্লাসের ডিসপ্লে রয়েছে ফোনটিতে। ফোনটিতে রয়েছে ১৩ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা কম্বিনেশন । ফোনের ক্যামেরায় রয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সহ একাধিক ফিচার। সেলফি ক্যামেরার জন্য রবাদ্দ ১৬ মেগাপিক্সেল।

publive-image XOLO Premium ZX Smartphone

Advertisment

আঁচড় এবং ধুলো বা জলের থেকে বাচার জন্য ফোনটিতে রয়েছে কর্নিং GG3 কভার গ্লাস। ৩২৬০ mAh ব্যাটারির সঙ্গে থাকছে ২.০ গিগা হার্টজ অক্টা কোর মিডিয়া টেক প্রসেসর সঙ্গে পাবজির মতো ভারী গেম খেলার জন্য থাকছে Helio P22 অতিরিক্ত GPU।

publive-image XOLO Premium ZX Smartphone

২৫ এপ্রিল থেকে অ্যামাজনে পাওয়া যাবে। নো কস্ট ইএমআই, এক্সচেঞ্জ, বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট মত সুবিধাও পাওয়া যাবে।

publive-image XOLO Premium ZX Smartphone

XOLO Premium ZX ফোনটি কিনলে জিও দিচ্ছে অফুরন্ত সুযোগসুবিধা। ২২০০ টাকার ক্যাশব্যাক। মাই জিও অ্যাপ মাধ্যমে ৪৪ টাকা করে ক্যাশব্যাক পাওয়া যাবে। ১০ বার রিচার্জে ৫ জিবি করে অতিরিক্ত ৫০ জিবি ডেটা পাওয়া যাবে। তারজন্য প্রথমে ১৯৮ বা ২৯৯ টাকার রিচার্জ করাতে হবে।

smartphone