AC Discount Offer: ৮৫ হাজারের AC পেয়ে যান মাত্র ৩৯ হাজারেই, তোলপাড় ফেলা অফারে পান দ্বিগুণ সুবিধা

AC Discount Offer: মার্চেই হাঁসফাঁস গরম! তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত। গরম থেকে মুক্তি পেতে একমাত্র ভরসা এসি মেশিন। আজকের এই প্রতিবেদনে সেরা ব্র্যান্ডের কিছু ৫স্টার এসির তালিকা। যেগুলি আপনি পেয়ে যাবেন প্রায় অর্ধেক দামেই।

AC Discount Offer: মার্চেই হাঁসফাঁস গরম! তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত। গরম থেকে মুক্তি পেতে একমাত্র ভরসা এসি মেশিন। আজকের এই প্রতিবেদনে সেরা ব্র্যান্ডের কিছু ৫স্টার এসির তালিকা। যেগুলি আপনি পেয়ে যাবেন প্রায় অর্ধেক দামেই।

author-image
IE Bangla Tech Desk
New Update
You can buy 5star split ac at a half cost check detail offer onlu on Amazon

৮৫ হাজারের AC পেয়ে যান মাত্র ৩৯ হাজারেই, তোলপাড় ফেলা অফারে পান দ্বিগুণ সুবিধা

AC Discount Offer:  মার্চেই হাঁসফাঁস গরম! তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত। গরম থেকে মুক্তি পেতে একমাত্র ভরসা এসি মেশিন। এসি কেনাটা এখন আর বিলাসিতা নয়, অপরিহার্য্য হয়ে দাঁড়িয়েছে। তবে অনেকেই দামের কারণে নতুন এসি কিনতে গিয়েও পিছিয়ে আসেন। আপনিও যদি গরমে অর্ধেক দামে একটি নতুন এসি কিনতে চান তাহলে আজকের এই প্রতিবেদনে সেরা ব্র্যান্ডের কিছু ৫স্টার এসির তালিকা। যেগুলি আপনি পেয়ে যাবেন প্রায় অর্ধেক দামেই। ৮৫,০০০ টাকার বেশি দামের ৫ স্টার স্প্লিট এসির উপর এখন আপনি পেয়ে যান সরাসরি ৩৯,০০০ টাকা সাশ্রয় করার অভাবনীয় সুযোগ।  

Advertisment

আপনি যদি নতুন এসি কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং কোন এসি কেনা ভালো হবে তা নিয়ে দ্বিধাগ্রস্ত থাকেন, তাহলে চিন্তার কোনও কারণ নেই। ই-কমার্স সাইট অ্যামাজনে অনেক ব্র্যান্ডেড কোম্পানির এসির উপর বাম্পার ছাড় পাওয়া যাচ্ছে। 

আপনি LG এর ১.৫ টনের এসি কিনতে পারেন। এই এসিটির আসল দাম ৮৫,৯৯০ টাকা। কিন্ত অ্যামাজন আপনাকে দিচ্ছে এই এসির উপর ৪৫ শতাংশ ছাড়। অর্থাৎ ছাড়ের পর আপনি এই এসিটি ৪৬,৯৯০ টাকায় কিনতে পারবেন। এমন পরিস্থিতিতে, আপনার কাছে সরাসরি ৩৯ হাজার টাকা সাশ্রয়ের দুর্দান্ত সুযোগ রয়েছে। এই এসিটিতে রয়েছে ৫ স্টার রেটিং এবং ডুয়াল ইনভার্টার প্রযুক্তি।যার ফলে বিদ্যুৎ খরচও অনেকটা কম হবে। 

ব্লু স্টার ১ টন ৫ স্টার এসি

Advertisment

এছাড়াও, আপনি ব্লু স্টার এসি কেননার কথা বিবেচনা করতে পারেন।  এই এসিটির আসল দাম ৫৯,৯৯০ টাকা। অ্যামাজনে  এই এসিতে আপনি পাচ্ছেন ৩৪ শতাংশ ছাড়। ছাড়ের পরে আপনি এই এসিটি ৩৯,৪৯০ টাকায় কিনতে পারবেন। এই ওয়াই-ফাই ইনভার্টার স্মার্ট স্প্লিট এসিতে আপনি অনেক ধরণের লেটেস্ট ফিচার্স পাবেন।

ভোল্টাস ১.৫ টন ৫ স্টার এসি

ভোল্টাস ১.৫ টন ৫ স্টার এসির আসল দাম  ৭৫,৯৯০ টাকা। অ্যামাজন আপনাকে দিচ্ছে ৪৫ শতাংশ ছাড়।   এর ছাড়ের পর আপনি এই এসিটি ৪১,৯৯০ টাকায় কিনতে পারবেন। এই এসিতে ৪ ইন ১ অ্যাডজাস্টেবল মোড সহ অ্যান্টি-ডাস্ট ফিল্টার ফিচার্স রয়েছে। 

air condition machine maintenance