Advertisment

কোথায় কোভিড-১৯ টেস্ট হয় তা জানিয়ে দেবে গুগল

গুগলে গিয়ে সার্চ করুন coronavirus testing । গুগল অ্যাসিস্টেন্ট ব্যবহার করতে পারেন।

author-image
IE Bangla Web Desk
New Update
দিনের সেরা বাছাই করা প্রযুক্তির খবর : দুরন্ত গতিতে ছুটে আসছে ধূমকেতু,বিপদ থেকে রক্ষা পেতে রাতারাতি মুছে ফেলতে হল ১১ টি অ্যাপ

সম্প্রতি গুগল নতুন ফিচার নিয়ে এসেছে। যার সাহায্যে অতি সহজেই আপনি জানতে পারবেন আপনার বাড়ীর নিকটবর্তী কোন জায়গায় কোভিড-১৯ টেস্ট হয়। গুগল অ্যাসিস্ট্যান্ট এবং ম্যাপ আপনাকে পৌঁছে দেবে যথাস্থানে। ইংরেজি,হিন্দি,বাংলা,তেলেগু,তামিল,মালায়ালাম কানাডা,মারাঠি এবং গুজরাটি ভাষায় জানতে পারবেন সেন্টারের ঠিকানা।

Advertisment

মুহূর্তে গুগল ৭০০ টেস্টিং ল্যাবের নাম ও লোকেশন নথিভুক্ত করেছে। যা ৩০০ টি শহর জুড়ে রয়েছে। গুগলে সার্চ এবং অ্যাসিস্ট্যান্ট ও ম্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন টেস্টিং ল্যাবের ইতিবৃত্ত। গুগল আরও টেস্টিং ল্যাবের নাম নথিভুক্ত করার জন্য পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।

এর আগে গুগল একটি ফিচার নিয়ে এসেছিল, যেখানে আপনার করোনা পরীক্ষার প্রয়োজনীতা আছে কিনা তার সঠিক উত্তর দিয়ে দেবে। এর সঙ্গে থাকছে গাইডলাইন এবং কোথায় টেস্ট করতে যাবেন তার লোকেশন।

১)গুগলে গিয়ে সার্চ করুন coronavirus testing । গুগল অ্যাসিস্টেন্ট ব্যবহার করতে পারেন।

২) দেখতে পাবেন testing ট্যাব

৩) সেখানে ক্লিক করলেই আপনার নিকটবর্তী টেস্টিং ল্যাব এর নামের তালিকা দেবে গুগল। আমি ক্লিক করলেই প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন আপনি।

৪)পাশাপাশি থাকছে স্বাস্থ্য সম্পর্কিত নানা খবর ও করো না ভাইরাসে আক্রান্তের সংখ্যা।

Read the full story in English

google
Advertisment