Advertisment

আধার কার্ড থাকলেই জিততে পারেন ৩০ হাজার টাকা, জেনে নিন উপায়

ভিডিও হতে হবে ৩০ থেকে ১২০ সেকেন্ডের মধ্যে। উল্লেখ্য, ১৫টি বিষয়ের মধ্যে যেটিকে নিয়ে ভিডিও বানানো হবে, সেটি ভালোভাবে ব্যাখ্যা করতে হবে যাতে অতি সাধারণ মানুষেরও বোধগম্য হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
aadhaar

UIDAI একটি অনলাইন প্রতিযোগীতার আয়োজন করেছে, 'মাই আধার অনলাইন'। যেখানে অংশগ্রহণ করতে পারবেন প্রত্যেক ভারতীয়। বিজেতার নাম জানা যাবে ৩১ আগস্ট। তবে আপনার কাছে যদি আধার কার্ড না থাকে, আপনি এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবেন না।

Advertisment

প্রতিযোগীতাটি ঠিক কী রকম? আপনার হাতে থাকবে ১৫টি বিষয়, যার ওপর ভিত্তি করে আপনাকে বানাতে হবে টিউটোরিয়াল ভিডিও। যার ভিডিও পছন্দ হবে UIDAI সংস্থার কর্তৃপক্ষের, তাঁকেই জয়ী হিসাবে বেছে নেওয়া হবে। পুরস্কৃত করা হবে ত্রিশ হাজার টাকা দিয়ে।

ভিডিও হতে হবে ৩০ থেকে ১২০ সেকেন্ডের মধ্যে। উল্লেখ্য, ১৫টি বিষয়ের মধ্যে যেটিকে নিয়ে ভিডিও বানানো হবে, সেটি ভালোভাবে ব্যাখ্যা করতে হবে যাতে অতি সাধারণ মানুষেরও বোধগম্য হয়।

গ্রাফিক্স, সাদা বোর্ডে কাজ বা অভিনয়, যে কোনো পন্থাতেই ভিডিও বানাতে পারবেন। তবে সাউন্ড স্পষ্ট হওয়া চাই। media.division@uidai.net.in এই মেইল আইডিতে পাঠিয়ে দিন আপনার তৈরি ভিডিও। তবে মাথায় রাখবেন, ভিডিও হওয়া চাই, MP4, AVI, FLV, WMV, MPEG এবং MOV ফরম্যাটে, যার রেজোলিউশন থাকবে ১৯২০x ১০৮০। অবশ্যই আধার নম্বর, নাম, ফোন নম্বর উল্লেখ করতে হবে মেইলে। প্রসঙ্গত, হাতে কিন্তু মাত্র চারদিন।

Aadhaar Card
Advertisment