ইনস্টাগ্রাম ব্যবহার করার মাঝে উপচে পরবে বিজ্ঞাপন। দেখতে না চাইলেও বিজ্ঞাপনের তালিকা এড়িয়ে যেতে পারবেন না। তবে মঙ্গলবার, ফেসবুক জানিয়েছে, ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে একঘেয়ে ছবি দেখতে ভালোবাসে না ইউজার, সেক্ষেত্রে বদল আনার জন্য বিজ্ঞাপনের পরিকল্পনা করা হয়েছে। ইউজারদের ফিডে সংস্থা থেকেই ব্র্যান্ডে প্রচার করার অনুমতি দেবে।
ইনস্টাগ্রাম থেকে জানানো হয়েছে, ইনকর্পোরেট ব্র্যান্ডও বিজ্ঞাপন পরিকল্পনার আওতায় প্রচার চালাতে পারবে। যার ফলে সাধারণ মানুষও বিজ্ঞাপন দিতে পারবে সোশাল মিডিয়ায়। কাজেই নিত্য নতুন দর্শকের কাছে পৌঁছে যাবে ব্র্যান্ডের ইতিবৃত্ত। ঠিক যেমনটা রয়েছে ফেসবুক প্ল্যাটফর্মে। যারা আপনার ব্র্যান্ডকে ফলো করবে না ইনস্টাগ্রাম মারফত তাদের কাছেও পৌঁছে যাবে আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন। সুতরাং এই বিজ্ঞাপন পরিকল্পনা যে শুধু বিরক্তির কারণ হবে এমনটা নয় এক্ষেত্রে রোজগারও করতে পারবেন আপনি।
এইধরনের বিজ্ঞাপন স্টোরি ও ফিডের আকারে দেখানোর সময় “paid partnership” লেবেল থাকবে। বর্তমানে ১ বিলিয়ন ইউজার রয়েছে ইনস্টাগ্রামে।
Read the full story in English