Advertisment

ট্রেন আসতে আর কতক্ষণ? জেনে নিন অনলাইনে

IRCTC Live Train Running Status Online, Indian Railway Train Enquiry, Train Running Status Live Online: ট্রেন কোথায়? কতক্ষণে আপনার স্টেশনে এসে পৌঁছাবে?

author-image
IE Bangla Web Desk
New Update
rpf, আরপিএফ

প্রতীকী ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

IRCTC Train Running Status: যাত্রীদের সুযোগ ও ভ্রমণের অভিজ্ঞতাকে আরও উন্নত করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে ভারতীয় রেলওয়ে। এই মুহূর্তে আপনার ট্রেন কোথায় আছে, তা অনলাইন ট্র্যাক করতে পারবেন। অর্থাৎ যাবতীয় ট্রেনের স্ট্যাটাস জানতে পারবেন আপনি। অনলাইনে বুকিংয়ের মাধ্যমে এই সুবিধাগুলি পাওয়া যাবে। এই সুবিধা যাত্রীদের সুষ্ঠুভাবে ভ্রমণ করতে সহায়তা করবে।

Advertisment

মোবাইল ফোনে অনলাইনে আপনার ট্রেনের বর্তমানে অবস্থান যাচাই করার জন্য এই পদ্ধতি অনুসরণ করুন:

১) https://indianrailways.info/ এই লিঙ্কে গিয়ে ক্লিক করুন, 'Train Running status'

publive-image আরও সহজ হবে যাত্রা

২) অন্য একটি পেজ খুলে যাবে। সেখানে গিয়ে টাইপ করুন ট্রেন নম্বর, এবং বেছে নিন ট্রেনের দিনক্ষণ। তারপর ক্লিক করুন 'সাবমিট'।

publive-image জেনে নিতে পারবেন কতক্ষণে স্টেশনে ঢুকবে ট্রেন

৩) একবার জমা দেওয়ার পরে, নতুন পেজ আপনাকে জানিয়ে দেবে আপনার ট্রেন সম্পর্কে যাবতীয় তথ্য এবং ট্রেনটি কোথায় আছে। কতক্ষণে আপনার স্টেশনে এসে পৌছাবে, তার আন্দাজও দিয়ে দেবে।

Read the full story in English

indian railway IRCTC
Advertisment