Whatsapp-চ্যাট ব্যাকআপ করতে গুনতে হবে মাশুল। Whatsapp চ্যাট ব্যাকআপের জন্য টাকা দিয়ে Google ড্রাইভ স্টোরেজ কিনতে হতে পারে। এমনই জানা গেছে বিভিন্ন রিপোর্টে। Google এর তরফেই আনলিমিটেড স্টোরেজ দেওয়া বন্ধ করে দেওয়া হতে পারে। এবং এর পরিবর্তে বিভিন্ন স্টোরেজ অনুযায়ী বিভিন্ন প্ল্যান বাজারে নিয়ে আসা হতে পারে।
বিভিন্ন রিপোর্টে প্রকাশ, প্রথমে বেশ কিছুটা স্টোরেজ সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে। কিন্তু তারপর ওই স্টোরেজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অতিরিক্ত স্টোরেজ কিনতে হবে। স্টোরেজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর একটি নোটিফিকেশন আসবে ব্যবহারকারীর কাছে। সেখানে লেখা থাকবে, ওই ব্যবহারকারীর স্টোরেজ শেষের দিকে। তাই তাঁকে অতিরিক্ত স্টোরেজ কিনতে হবে। এনিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। এই সংক্রান্ত একটি স্ক্রিনশটও ভাইরাল হয়েছে।
স্ক্রিনশটের সঙ্গে লেখা হয়েছে, Whatsapp-এ ব্যাকআপের জন্য Google স্টোরেজ এখন যেমন ফ্রিতে পাওয়া যায় আগামীতেও তাই থাকবে, কিন্তু তা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। বর্তমানে যেমন আনলিমিটেড ফ্রি স্টোরেজ পাওয়া যায় আগামীদিনে নির্দিষ্ট পরিমাণ ফ্রি স্টোরেজ শেষ গেলে টাকা দিয়ে অতিরিক্ত স্টোরেজ কিনতে হবে।
তবে Google যে শুধুমাত্র Whatsapp-এ ফ্রি স্টোরেজ দেওয়া বন্ধ করবে এমনটা নয়। গতবছরেও Google Photos এর ক্ষেত্রে ফ্রি আনলিমিটেড স্টোরেজ দেওয়া বন্ধ করা হয়েছে। ২০১৮ সালে Google এর সঙ্গে Whatsapp এর একটি চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী, Whatsapp ব্যাকআপের জন্য যে Google স্টোরেজ ব্যবহৃত হয় তার সঙ্গে Google Drive এর ফ্রি স্টোরেজ কাউন্ট হয় না। ফোন নম্বরের মাধ্যমে Google স্টোরেজে ব্যাকআপ সম্পন্ন হয়। যদিও এই পরিবর্তন কবে থেকে আসছে সেবিষয়ে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন চলতি বছরেই এই পরিবর্তন আনতে পারে তারা।