গতকাল সানফ্রান্সিসকোতে ইউটিউব-এর প্রধান কার্যালয়ে এক অজ্ঞাতপরিচয় মহিলা হঠাত গুলি চালালেন। আকস্মিক এই ঘটনায় নিহত হন তিনজন এবং আহত বেশ কয়েকজন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গুলি চালানোর পর গুগল কোম্পানীর পাশের রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার সময় আত্মঘাতী হন তিনি। আহতদের রাতারাতি নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।
গুগল সিইও সুন্দর পিচাই ট্যুইটারের মাধ্যমে জানিয়েছেন, যে এই ঘটনাটি খুব দুঃখজনক, এবং তা বর্ণনা করার জন্য কোন ভাষা নেই। ঘটনাটি কেন ঘটেছে কারা ঘটিয়েছে তা এখন খতিয়ে দেখা হচ্ছে। অ্যাপল সিইও টিম কুক তাঁর ট্যুইটার ফিডের মাধ্যমে মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
There are no words to describe the tragedy that occurred today. @SusanWojcicki & I are focused on supporting our employees & the @YouTube community through this difficult time together. Thank you to the police & first responders for their efforts, and to all for msgs of support.
— Sundar Pichai (@sundarpichai) April 3, 2018
There are no words to describe how horrible it was to have an active shooter @YouTube today. Our deepest gratitude to law enforcement & first responders for their rapid response. Our hearts go out to all those injured & impacted today. We will come together to heal as a family.
— Susan Wojcicki (@SusanWojcicki) April 4, 2018
On behalf of all of Microsoft, our hearts are with everyone at YouTube and Google today and all those affected. https://t.co/dijMxGXGpD
— Satya Nadella (@satyanadella) April 4, 2018
From everyone at Apple, we send our sympathy and support to the team at YouTube and Google, especially the victims and their families.
— Tim Cook (@tim_cook) April 3, 2018
We can’t keep being reactive to this, thinking and praying it won’t happen again at our schools, jobs, or our community spots. It’s beyond time to evolve our policies. This is a simple and reasonable approach, and it won’t solve all, but it’s a good start: https://t.co/ADYalbaO57 https://t.co/nbXpH9DDyT
— jack (@jack) April 3, 2018
প্রসঙ্গত ট্যুইটারের সিইও এবং কো-ফাউন্ডার জ্যাক ডোরসি ইউটিউব অফিসের ঘটনাটির জন্য দুঃখপ্রকাশ করেছেন। সুন্দর পিচাই জানিয়েছেন ভয়াবহ এই দুর্ঘটনার রেশ কাটিয়ে উঠতে সমগ্র গুগল কোম্পানী একটি পরিবার হিসেবে পাশে দাঁড়াবে। গুগলের কমিউনিকেশন্স টিম নোটটি তাঁদের ট্যুইটার পেজের মাধ্যমে শেয়ার করেছে। ট্যুইটার প্রতিষ্ঠানটি বর্তমানে আহতদের পাশে রয়েছে এবং হাসপাতাল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।