Advertisment

স্বাস্থ্য সম্পর্কিত দুটি ফিচার নিয়ে আসছে Youtube, জেনে নিন বিশদে

জানা গিয়েছে ইতিমধ্যেই এই ফিচারদুটি মার্কিন যুক্তরাস্ট্রে উপলব্ধ।

author-image
IE Bangla Tech Desk
New Update
NULL

“Health source information panel” এবং “Health content shelves” নামে দুটি ফিচার এখন থেকে ভারতীয়দের জন্য হিন্দি এবং ইংরাজীতে সরাসরি চালু করেছে ইউটিউব।

ইউটিউবের নজরকাড়া ফিচার। সম্প্রতি ভারতীয় বাজারে ইউটিউব নিয়ে এসেছে দুটি নতুন বৈশিষ্ট্য যা ব্যবহারকারীদের কাছে সঠিক এবং বিশ্বাসযোগ্য স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রচার করবে। জানা গিয়েছে ইতিমধ্যেই এই ফিচারদুটি মার্কিন যুক্তরাস্ট্রে উপলব্ধ। “Health source information panel” এবং “Health content shelves” নামে দুটি ফিচার এখন থেকে ভারতীয়দের জন্য হিন্দি এবং ইংরাজীতে সরাসরি চালু করেছে ইউটিউব। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলির ভুল তথ্যের মোকাবিলা করার জন্য এবং বিশ্বাসযোগ্য ভিডিওগুলিকে আলাদাভাবে চিহ্নিত করতে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে এই ফিচার৷ জাপান এবং ব্রাজিলেও বৈশিষ্ট্যটি চালু করা হচ্ছে।

Advertisment

ডাঃ গার্থ গ্রাহাম, ডিরেক্টর এবং গ্লোবাল হেড অফ হেলথ কেয়ার অ্যান্ড পাবলিক হেলথ, ইউটিউব ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, 'আমাদের লক্ষ্য স্বাস্থ্য সম্পর্কিত ভুল তথ্য রোধে ব্যবস্থা নেওয়া এবং সেই সঙ্গে মানুষকে স্বাস্থ্য বিষয়ক প্রকৃত তথ্য জানতে সাহায্য করা'।

কেমন হবে এই ফিচার, ধরা যাক কোন ইউজার স্তন ক্যানসারের চিকিৎসা সম্পর্কিত তথ্য জানতে একটি ভিডিও দেখতে চাইছেন তখন ভিডিওর নীচে একটি লেবেল প্রদর্শিত হবে সেই সঙ্গে রিলেটেড আরও কিছু প্রকৃত ভিডিও সাজেশন অপশনে দেখা যাবে। ডক্টর গ্রাহাম যোগ করেছেন যে করোনা মহামারীর সময়কালে অনেকেই নানাবিধ বিষয় সম্পর্কে জানতে ইউটিউবে চোখ রেখেছিলেন, । "আমার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল তা হল বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা সংস্থাগুলি কীভাবে ইউটিউবকেই ফোকাস করেছিল”।

সেই সঙ্গে তিনি বলেছেন, 'বর্তমানে কেউ যদি ক্যানসারের চিকিৎসাপদ্ধতি সম্পর্কিত ভিডিও ইউটিউবে খোঁজার চেষ্টা করে থাকেন তবে তিনি অন্যান্য বিষয় সম্পর্কিত একাধিক ভিডিও স্ক্রিনে দেখতে পাবেন তবে নতুন এই ফিচারের ফলে সেই সমস্যা থেকে রেহাই মিলবে' বলে জানান তিনি।

YouTube health feature
Advertisment