/indian-express-bangla/media/media_files/2025/11/04/zoho-notebook-2025-11-04-16-16-26.jpg)
Zoho Notebook AI: জোহো নোটবুকে নতুন ফিচার।
Zoho Notebook AI: চেন্নাই-ভিত্তিক টেক জায়ান্ট জোহো আবারও চমকে দিলো ইউজারদের! তাদের জনপ্রিয় নোট নেওয়ার অ্যাপ জোহো নোটবুক এখন আরও স্মার্ট, আরও সহজ। কারণ এবার এতে যুক্ত হয়েছে একগুচ্ছ নতুন AI ফিচার। নতুন আপডেটের মাধ্যমে জোহো নোটবুক এখন শুধু সাধারণ নোট অ্যাপ নয়। বরং একেবারে AI-চালিত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। যা আপনার ভয়েস বুঝতে পারবে। সেই অনুযায়ী নোট তৈরি করবে। অনুবাদ করবে। এমনকী চিন্তাগুলোকে 'মাইন্ড ম্যাপ'-এ সাজিয়েও দেবে।
জোহো নোটবুক-এর নতুন AI ফিচারগুলো কী?
আরও পড়ুন- প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং, ৫০ দিনের প্ল্যানে সুনামি তুলল BSNL
Ask with My Content- নিজের নোট থেকে AI-কে প্রশ্ন করুন, উত্তর পাবেন কনটেক্সট-সহ। Ask Anything- যে কোনও বিষয়ে সারসংক্ষেপ বা ইনসাইট জেনারেট করবে AI। Meeting Notes- মিটিংয়ের কথোপকথনকে রিয়েল-টাইমে লিখিত নোটে পরিণত করবে এআই। সেখানে থাকবে বক্তার নামও। Mind Map Generation- বড় ডকুমেন্টকে সাজিয়ে দেবে স্পষ্ট মাইন্ড ম্যাপে। Smart Note Creation- চেকলিস্ট, টেমপ্লেট বা ট্যাগ-সহ স্ট্রাকচার্ড নোট তৈরি করবে কয়েক সেকেন্ডে।
Writing Enhancement- লেখা ঠিকঠাক করা, টোন বদল, ব্যাকরণ ঠিক করা— এই নোটবুক সবই করবে স্রেফ এক ক্লিকে। Tone Customisation: কনটেন্টকে চাইলে প্রফেশনাল, ফ্রেন্ডলি বা ডিরেক্ট টোনেও বদলানো যাবে। Multilingual Voice Search & Translation: এর সাহায্যে ভয়েস কমান্ডে নির্দিষ্ট নোট খুঁজে পাওয়া যাবে এবং নোট অনুবাদও হবে বিভিন্ন ভাষায়।
আরও পড়ুন- জলের দরে পাচ্ছেন ল্যাপটপ! মিলবে চোখ কপালে তোলা ফিচার
Zoho Notebook এখন ৮০টি ভাষায় ব্যবহার করা যাচ্ছে। যার মধ্যে ৮টি ভারতীয় ভাষা— বাংলা, হিন্দি, গুজরাটি, কন্নড়, মারাঠি, পাঞ্জাবি, ওড়িয়া, সংস্কৃতও আছে। এর স্টুডেন্ট ভার্সন সম্পূর্ণ ফ্রি। শুধু .edu ইমেল আইডি ব্যবহার করে সাইন আপ করলেই পাওয়া যাবে সব প্রিমিয়াম ফিচার, যার মধ্যে AI সুবিধাও রয়েছে। Zoho জানাচ্ছে, তাদের লক্ষ্য হল এমন প্রোডাক্ট তৈরি করা, যা মানুষের কাজের ধরন বুঝে নেবে। স্বাভাবিকভাবেই ব্যবহারকারীদের চাহিদামতো নানা কাজ করে দেবে। কোম্পানির নিজস্ব AI স্ট্যাক Zia এই সব ফিচারের মূল চালিকাশক্তি।
আরও পড়ুন-৬ টাকার কম খরচে দৈনিক আনলিমিটেড কলিং, ডেটা, তোলপাড় ফেলা অফারে বাজার গরম করল Jio
ভারত সরকারের ‘Swadeshi Digital India’ প্রচারের ফলে Zoho Notebook এখন অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে। আমেরিকার সঙ্গে প্রযুক্তিগত টানাপোড়েনের মধ্যেই দেশীয় কোম্পানিগুলির অন্যতম Zoho-ই এখন কার্যত এক অনন্য দৃষ্টান্ত। Zoho One Premium: বার্ষিকভিত্তিতে ইউজারপ্রতি ৩,৫০০টাকা, Notebook for Business: ইউজারপ্রতি (বার্ষিক ভিত্তিতে) ৩৩৩.২৫। স্টুডেন্টদের ক্ষেত্রে অবশ্য ফ্রি। আর, Zoho Notebook এখন Android, iOS, এবং Web – তিন প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us