ফুড 'ডেলিভারি বয়'দের ফোনে সরকারের 'আরোগ্য সেতু' অ্যাপ রাখা বাধ্যতামূলক বলে ঘোষণা করলেন জোম্যাটো সিইও দীপেন্দর গোয়েল। ২ এপ্রিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কোভিড-১৯ আক্রান্তদের নজরে রাখতে এই অ্যাপ লঞ্চ করেছে।
বুধবার টুইটারে গোয়েল বলেন, " প্রত্যেক 'ডেলিভারি বয়' এর ফোনে ইনস্টল করা থাকবে 'আরোগ্য সেতু' অ্যাপ। করোনা সংক্রমণ যাতে না হয় তার জন্যই এই সিদ্ধান্ত। কোন ব্যক্তি যদি কোভিড-১৯ পরীক্ষা করেন এবং তার পজিটিভ আসে তাহলে ওই অ্যাপে সেই তথ্য থাকবে। কাজেই ডেলিভারি বয় সহজেই বুঝতে পারবেন তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি কবির নাইনে আক্রান্ত কিনা।"
তিনি আরও বলেন, ফোনে আরোগ্য সেতু অ্যাপ ইনস্টল থাকলে, তবেই জোম্যাটো ডেলিভারি পার্টনার অ্যাপ লগইন করা যাবে। উল্লেখ্য, আরোগ্য সেতু অ্যাপ ইন্সটল করার পর সেটি যদি অন থাকে তবেই লগইন সম্ভব সময়টা ডেলিভারি পার্টনার অ্যাপ।
এই প্রথম জোম্যাটো ডেলিভারি বয় দের জন্য কোন বিষয় বাধ্যতামূলক করা হল। এর আগে জোম্যাটোর লাল টি-শার্ট পড়ে ডেলিভারি করা বাধ্যতামূলক ছিল না।
Today, we’ve started mandating each of our delivery partners to install and use @SetuAarogya. The idea is to keep individuals as well as the authorities informed in case they have crossed paths with someone who has tested positive for coronavirus – to prevent further spread.<6/n> pic.twitter.com/tTok9LyTBA
— Deepinder Goyal (@deepigoyal) April 22, 2020
We are also going to showcase that our delivery partners are using the Aarogya Setu app so that it gives our users confidence to get their essentials home delivered, and not step out. <7/n>
— Deepinder Goyal (@deepigoyal) April 22, 2020
This is the first time we have mandated our delivery partners to do anything special. Fwiw, we have never even mandated our delivery partners to wear the ubiquitous red t-shirt. <8/n>
— Deepinder Goyal (@deepigoyal) April 22, 2020
We have made sure that they can only login to their Zomato Delivery Partner app if their phone has the Aarogya Setu app installed, and is running as a background process on their phone. <9/n>
— Deepinder Goyal (@deepigoyal) April 22, 2020
a) In case our delivery partner comes in contact with an infected person or visits a hotspot area, authorities will know at the earliest. This will instantly enable us to isolate the delivery partner, and support him/her for quarantine and treatment. <11/n>
— Deepinder Goyal (@deepigoyal) April 22, 2020
b) In case everything's showing okay on the app, then a user knows for sure that whichever delivery partner is bringing their order to the doorstep is most likely safe and aware. <12/n>
— Deepinder Goyal (@deepigoyal) April 22, 2020