Advertisment

Zomato Order Scheduling: উৎসব আবহে দুরন্ত ফিচার্স আনল Zomato, দ্রুত খাবার পৌঁছাতে বিরাট উদ্যোগ

Zomato Order Scheduling: উৎসব আবহে নয়া এক ফিচার্স চালু করেছে অনলাইন ফুড ডেলিভারি সংস্থা Zomato! এখন আগে থেকেই আপনি শিডিউল করে রাখতে পারবেন অর্ডার।

author-image
IE Bangla Tech Desk
New Update
zomato

উৎসব আবহে দুরন্ত ফিচার্স আনল Zomato, দ্রুত খাবার পৌঁছাতে বিরাট উদ্যোগ

Zomato Order Scheduling: উৎসব আবহে নয়া এক ফিচার্স চালু করেছে অনলাইন ফুড ডেলিভারি সংস্থা Zomato! এখন আগে থেকেই আপনি শিডিউল করে রাখতে পারবেন অর্ডার। অর্ডার শিডিউলিং ফিচারের সাহায্যে মানুষ যখন খুশি তাদের বাড়িতে বা অফিসে অর্ডার করতে পারবেন বলেই দাবি সংস্থার। কেউ যদি বাড়িতে বা অফিসে কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য খাবারের অর্ডার দিতে চান, তাহলে তিনি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় এখন আগে থেকেই শিডিউল করে রাখতে পারবেন।  যে সময় আপনি অর্ডার শিডিউল করেছেন সেই সময়েই খাবার ডেলিভারি পাবেন Zomato-এর তরফে।

Advertisment

Zomato বলছে নয়া এই অর্ডার শিডিউল ফিচার্স চালু করতে পেরে আনন্দিত। এটি এমন একটি আধুনিক ফিচার্স  যা আপনাকে আপনার অর্ডারগুলির উপর আরও বেশি নিয়ন্ত্রণ দেয়। লোকেরা এখন 2 ঘন্টা থেকে 2 দিন আগে ডেলিভারির সময়সূচী নির্ধারণ করতে পারবেন। দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বই, পুনে, রায়পুর, আহমেদাবাদ সহ 30টি শহরে  শুরু হয়েছে এই সুবিধা।

কপালে চিন্তার ভাঁজ Jio-Airtel-এর! 5G নিয়ে বিরাট আপডেটের মাঝেই সস্তার প্ল্যানে তোলপাড় ফেলল BSNL

এইভাবে Zomato অর্ডার শিডিউলিং ব্যবহার করুন
Zomato বলছে যে অর্ডার শিডিউলিংয়ের মাধ্যমে, গ্রাহক তার খাবার তখনই পাবেন যখন তিনি এটি চান বা তিনি যে সময় বেছে নিয়েছেন। ব্যবহারকারীকে অ্যাপে যেতে হবে এবং তার পছন্দের সময়ে অর্ডার শিডিউল করতে হবে। এটি দুই ঘন্টা থেকে দুই দিন আগে হতে পারে। তারপর Zomato গ্রাহকের থেকে টাইম স্লট চাইবে। সেই সময়েই খাবার নতুনভাবে প্রস্তুত করা হবে এবং সম্পূর্ণ গুণমানের সাথে সরবরাহ করা হবে।

দিওয়ালি 'ধামাকা অফার' নিয়ে হাজির jio...! পান ৩৩৫০ টাকার বেনিফিট একেবারে ফ্রি

এমনকী আপনি চাইলে অর্ডার শিডিউলিংও বাতিল করা যেতে পারে। Zomato বলেছে যে ব্যবহারকারীরা নির্ধারিত ডেলিভারির তিন ঘন্টা আগে তাদের অর্ডার বাতিল করতে পারেন। নয়া এই সুবিধার ফলে রেস্তোরাঁগুলিও অনেক তাড়াতাড়ি খাবার ডেলিভারি করতে পারবে। কতগুলো অর্ডার ডেলিভারি করতে হবে তা তারা আগেই জানতে পারবে নয়া এই ফিচার্সের সাহায্যে। 

zomato
Advertisment