Advertisment

বুক কাঁপছে মাস্কের, টুইটারের আদলে 'থ্রেড' অ্যাপ আনল মেটা

আপনি এই অ্যাপে ইনস্টাগ্রামের মাধ্যমেও লগইন করতে পারেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Twitter, Threads, Instagram, Meta, Elon Musk, Zuckerbeg, tech, tech news, indian express

টুইটারকে জোর টক্কর মেটার। মেটা সিইও মার্ক জুকারবার্গ ইতিমধ্যেই নতুন ‘থ্রেড অ্যাপ’ চালু করেছেন। এই অ্যাপটি ভারত সহ ১০০ টিরও বেশি দেশে চালু হয়েছে। দীর্ঘদিন ধরে মেটা এই অ্যাপ নিয়ে কাজ করছিল। অবশেষে চালু হয়েছে বিশেষ এই ‘থ্রেড অ্যাপ’। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইস থেকেই অ্যাপটি ডাউনলোড করার সুবিধা পাওয়া যাবে। মেটা একটি আলাদা অ্যাপ হিসাবে থ্রেড অ্যাপ চালু করেছে তবে ইউজাররা ইনস্টাগ্রামের সাহায্যে এতে লগ-ইন করতে পারবেন বলেই জানিয়েছে সংস্থা।

Advertisment

মার্ক জুকারবার্গ একটি পোস্ট-এ এই নতুন অ্যাপ চালুর কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, "আসুন আমরা নতুন এই অ্যাপে লগ-ইন করি। থ্রেড অ্যাপে স্বাগত।" ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েই থ্রেড-এ লগইন করতে পারবেন ইউজাররা। টুইটারের মতোই ‘থ্রেড অ্যাপে’ও পোস্টে লাইক দেওয়া, রিপোস্ট করা, রিপ্লাই করা এবং শেয়ারের মত অপশন রয়েছে। পাশাপাশি টুইটারের মতো ব্লু-টিক রয়েছে এতে। বিশ্লেষকেরা মনে করছেন, এই অ্যাপ সামনে আসায় মার্ক জুকারবার্গ এবং ইলন মাস্কের মধ্যে এবার টক্কর জোরদার হবে। পাশাপাশি টেক বিশেষজ্ঞরা মনে করছেন থ্রেডস টুইটার থেকে বিজ্ঞাপনদাতাদের ছিনিয়ে নিতে পারে কারণ টুইটার এখনও বিজ্ঞাপনদাতাদের খুশি করতে পারেনি।

কিভাবে অ্যাকাউন্ট খুলবেন

আপনি যদি ইনস্টাগ্রাম ব্যবহার করেন, তাহলে আপনি এই অ্যাপে ইনস্টাগ্রামের মাধ্যমেও লগইন করতে পারেন। তবে তার আগে আপনাকে গুগল প্লে স্টোর বা অ্যাপলের অ্যাপ স্টোরে গিয়ে থ্রেড অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনি Instagram থেকে আপনার প্রোফাইল শেয়ার করার অপশন পাবেন এর জন্য, আপনাকে ইমপোর্ট ইয়োর প্রোফাইল বোতাম প্রেস করতে হবে। এছাড়াও, আপনি আপনার বায়ো, লিঙ্ক এবং প্রোফাইল ছবি ম্যানুয়ালি আপডেট করতে পারেন। আপনি পাবলিক প্রোফাইল চান নাকি প্রাইভেট প্রোফাইল তা নির্বাচন করার পর Next এ ক্লিক করুন। আপনি ইনস্টাগ্রামে ফলো করা ফলোয়ারদের একটি তালিকা দেখতে পাবেন। আপনি ফলো বোতামে ট্যাপ করতে পারেন। এই স্টেপ সম্পন্ন করার পরে, আপনি অফিসিয়াল Instagram থ্রেড অ্যাপ ব্যবহার করতে পারবেন। সেটআপ সম্পূর্ণ হওয়ার পরে, আপনি টুইটারের মতো এখানে টুইট ইত্যাদি করতে সক্ষম হবেন।

Meta twitter
Advertisment