করোনা রোগীদের হেনস্থার মুখে পড়তে হল মহিলা চিকিৎসককে। মহিলা ডাক্তারের মাথায় থুতু ও মুখে কুলকুচি করে জল ছেটানোর অভিযোগ উঠল এক করোনা আক্রান্ত রোগীর বিরুদ্ধে। ত্রিপুরার এহেন ঘটনায় জোর চাঞ্চল্য় ছড়িয়েছে। জানা যাচ্ছে, গত সন্ধ্য়ায় ভগৎ সিং ইয়ুথ হস্টেলে কোভিড কেয়ার সেন্টারে আরও বেশ কয়েকজন করোনা রোগীকে ভর্তি করা নিয়ে গোলমাল বাধে। সেসময়ই একদল করোনা রোগী এক মহিলা ডাক্তারকে হেনস্থা করেন বলে অভিযোগ উঠেছে।
এ প্রসঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলার হেলথ সার্ভিল্য়ান্স অফিসার ডা. সঙ্গীতা চক্রবর্তী ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমকে জানিয়েছেন, কোভিড কেয়ার সেন্টারে কয়েকজন করোনা রোগী তাঁকে হেনস্থা করেছেন ও তাঁর গায়ে থুতু ফেলেছেন। তিনি বলেন, ''৫ জন প্রসূতিকে শুক্রবার সন্ধ্য়ায় সেখানে ভর্তি করানোর জন্য় নিয়ে গিয়েছিলাম। ত্রিপুরা মেডিক্য়াল কলেজে এই মহিলাদের 'সিজার' করা হয়। তারপরই দেখা যায়, তাঁরা করোনা আক্রান্ত হয়েছেন। সেকারণেই কেয়ার সেন্টারে তাঁদের নিয়ে আসা হয়''।
আরও পড়ুন: ভারতে মানবদেহে কোভ্যাকসিনের প্রয়োগ
এরপর ওই মহিলা ডাক্তার বলেন, ''স্বাস্থ্য় দফতরের দল ও পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে ভগৎ সিং ইয়ুথ হস্টেলে গিয়েছিলাম। ওই রোগীদের ওখানে ভর্তি করতে গিয়েছিলাম। সেসময়ই একদল মহিলা ও পুরুষ বাধা দিয়ে বলেন আর কোনও রোগীকে ভর্তি নেওয়া যাবে না''। এরপরই কয়েকজন ওই মহিলা ডাক্তারকে স্পর্শ করে করোনা আক্রান্ত করার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। এ সময়ই এক রোগী ওই ডাক্তারের মাথায় থুতু ছেটান বলে অভিযোগ।
এ ঘটনা প্রসঙ্গে মহিলা ডাক্তার সঙ্গীতা বলেন, ''কিছু বলার নেই। এটা একদম অনুচিত কাজ। আমরা ওঁদের চিকিৎসা করছি...আমি খুবই লজ্জিত''।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন