Advertisment

‘লাগামছাড়া সন্ত্রাস, অলিখিত জরুরি অবস্থা ত্রিপুরায়’, ক্ষোভে ফুঁসছে তৃণমূল

স্বাধীনতা দিবসে ত্রিপুরায় গিয়ে আক্রান্ত হয়েছেন তৃণমূলের দুই মহিলা সাংসদ৷ বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ৷ ‘নাটক’ করছে তৃণমূল, কটাক্ষ পদ্ম-শিবিরের৷

author-image
IE Bangla Web Desk
New Update
Tmc criticised bjp regarding their mps attack at tripura

ত্রিপুরায় দলের সাংসদের উপর হামলার প্রতিবাদ তৃণমূলের৷

‘স্বাধীনতা দিবসে জঙ্গলরাজের সন্ত্রাস ত্রিপুরায়’, দলের দুই সাংসদের উপর হামলা ইস্যুতে রবিবার এভাবেই বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ৷ ত্রিপুরায় বিজেপির শাসনে অঘোষিত জরুরি অবস্থা চলছে বলেও এদিন অভিযোগ করেছেন কুণাল ঘোষ৷

Advertisment

স্বাধীনতা দিবসে এদিন ত্রিপুরায় ফের আক্রান্ত হয় তৃণমূল। এদিন হামলার মুখে পড়েছেন তৃণমূলের দুই মহিলা সাংসদ। দলের কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে রবিবার দুই তৃণমূল সাংসদ দোলা সেন ও অপরূপা পোদ্দারের গাড়িতে হামলা হয়েছে। তিনটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ সাংসদ দোলা সেনকে হামলার হাত থেকে বাঁচাতে গিয়ে মাথা ফেটেছে তাঁর ব্যক্তিগত সচিবের। বাঁশ, লাঠি দিয়ে সাংসদদের কনভয়ে হামলা চলে। সাংসদ অপরূপা পোদ্দারের ফোন, ব্যাগ কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে৷ বিজেপির বিরুদ্ধেই পরিকল্পিতভাবে এই হামলার অভিযোগ তুলেছে তৃণমূল৷

আরও পড়ুন- ত্রিপুরায় তৃণমূলের ২ মহিলা সাংসদের গাড়িতে হামলা, ‘নাটক’- দাবি বিজেপির

ত্রিপুরায় দলের দুই সাংসদের উপর হামলার ঘটনা নিয়ে সরব হয়েছে তৃণমূল৷ এরাজ্যে দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘ত্রিপুরায় লাগামছাড়া সন্ত্রাস চলছে৷ স্বাধীনতা দিবসের দিন জঙ্গলরাজের সন্ত্রাস৷ দোলা সেন, অপরূপা পোদ্দারের উপর পরপর তিনবার হামলা হয়েছে৷ দোলা সেনের সহায়ক গুরুতর জখম৷ অপরূপা পোদ্দারের ফোন, ব্যাগ কেড়ে নিযে ছুঁড়ে ফেলা হয়েছে৷ ত্রিপুরায় স্বাধীনতা নেই৷ অলিখিত জরুরি অবস্থা জারি করেছে বিজেপি সরকার৷’’

আরও পড়ুন- ‘বেঁচে আছি সেটাই আশ্চর্যের’, বললেন ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল সাংসদ দোলা সেন

ত্রিপুরায় নিয়মিত অত্যাচারিত হচ্ছেন তৃণমূলকর্মীরা, এমনই অভিযোগ কুণাল ঘোষের৷ তিনি এদিন আরও বলেন, ‘‘ত্রিপুরায় তৃণমূলকর্মীদের উপর আক্রমণ হচ্ছে৷ মহিলা সাংসদদের উপর আক্রমণ হচ্ছে৷ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হল৷ একজনও গ্রেফতার হয়নি৷ তৃণমূলের নেতারা গেলেও প্রাণঘাতী হামলা হয়েছে৷’’

ত্রিপুরায় তৃণমূল নেতৃত্বের উপর একের পর এক হামলা হলেও রাজ্যপালের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল৷ একইসঙ্গে ত্রিপুরার পরিস্থিতি দেখতে কেন মানবাধিকার কমিশনের দল পাঠানো হবে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ৷ এদিকে, ত্রিপুরায় তৃণমূলের দুই সাংসদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তৃণমূল ‘নাটক’ করছে বলেও কটাক্ষ করেছে পদ্ম-শিবির৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp tripura
Advertisment