করোনা মোকাবিলা করতে মধ্যপ্রদেশের পর ত্রিপুরায় চালু হল অত্যাবশ্যকীয় পরিষেবা পরিচালনা আইন (ইএসএমএ)। বৃহস্পতিবারই এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং তা কার্যকরও করা হয়। ইএসএমএ হল সেই আইন যে আইনে রাজ্য সরকারি কোনও কর্মী প্রয়োজনীয় পরিষেবা দিতে অস্বীকার করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে সরকার। এই আইনে অত্যাবশ্যকীয় পরিষেবার আওতায় আনা হয় স্বাস্থ্যসেবা, ওষুধ, চিকিৎসার সরঞ্জাম বিক্রয়, পরিবহন, বিদ্যুৎ, খাদ্য, পানীয় জল।
এই আইন বলবৎ করার প্রসঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপল দেব বলেন, "নাগরিকদের স্বার্থে কোভিড-১৯ প্রাদুর্ভাব মোকাবিলায় আজ থেকে ত্রিপুরায় কার্যকরভাবে প্রয়োজনীয় পরিষেবা পরিচালনা আইন (ইএসএমএ) কার্যকর করা হয়েছে।" প্রসঙ্গত, আগরতলার রাজ্যসরকার পরিচালিত গোবিন্দ বল্লভ পান্ত (জিবিপি) হাসপাতালে মুখোশ এবং অন্যান্য প্রতিরক্ষামূলক গিয়ারের ঘাটতি সম্পর্কে নার্সদের বিরুদ্ধে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয় ত্রিপুরা সরকারের পক্ষ থেকে।
এছাড়াও করোনা সংক্রান্ত ভুয়ো খবর এড়াতে রাজ্য সরকারের সচিব সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি পাবেন যাতে সংবাদমাধ্যমে সঠিক তথ্য প্রকাশ পায় তা নিশ্চিত করা যায়। তবে গত কয়েকদিনে ত্রিপুরায় কমেছে কোয়ারান্টাইনে থাকা মানুষের সংখ্যা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন