Tripura News: মাদক বিরোধী অভিযান জোরদার করার বার্তা দিয়ে হুঙ্কার ছুঁড়লেন মুখ্যমন্ত্রী, চ্যালেঞ্জ মোকাবিলায় বিরাট পদক্ষেপ

Manik Saha: ত্রিপুরার প্রাক্তন বামফ্রন্ট ও কংগ্রেস সরকারের সময়ে মাদক দ্রব্য ব্যবহার ও এই সংক্রান্ত অপরাধ বৃদ্ধি পাওয়াকে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্ষমতাসীন বিজেপি সরকার রাজ্যকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

Manik Saha: ত্রিপুরার প্রাক্তন বামফ্রন্ট ও কংগ্রেস সরকারের সময়ে মাদক দ্রব্য ব্যবহার ও এই সংক্রান্ত অপরাধ বৃদ্ধি পাওয়াকে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্ষমতাসীন বিজেপি সরকার রাজ্যকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

author-image
Debraj Deb
New Update
cats

মাদক কারবারিদের কড়া হুঁশিয়ারি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার।

মাদক কারবারিদের কড়া হুঁশিয়ারি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার। আগরতলার কাঁসারি পট্টি এলাকায় একটি সামাজিক সংস্থা আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, “যারা মাদক ব্যবসায় জড়িত, এখন নিজেদের শুধরে না নিলে কঠোর পুলিশি পদক্ষেপ থেকে কেউ'ই রেহাই পাবে না। মাদক ব্যবসায় কোনো রেয়াত করা হবে ন। সরকারের জিরো টলারেন্স নীতি অনুযায়ী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisment

মুখ্যমন্ত্রী বলেন, অতীতে শুধু ছেলেরা নেশার ফাঁদে পড়লেও বর্তমানে মহিলা-পুরুষ উভয়েই নেশার জালে জড়িয়ে পড়ছেন। তিনি আরও বলেন, গত বছরে রাজ্যের বিভিন্ন সংস্থা রাজ্য জুড়ে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার করেছে। মাদক দ্রব্য সেবনের মাত্রা ১৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

ত্রিপুরার প্রাক্তন বামফ্রন্ট ও কংগ্রেস সরকারের সময়ে মাদক দ্রব্য ব্যবহার ও এই সংক্রান্ত অপরাধ বৃদ্ধি পাওয়াকে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্ষমতাসীন বিজেপি সরকার রাজ্যকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। চলতি বছরের মার্চ পর্যন্ত ১৭৯৭ জনকে মাদক বিরোধী অভিযানের আওতায় গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ১৬২৬ জন পুরুষ এবং ১৭১ জন মহিলা। পাশাপাশি ৯৯৪টি  মামলা রুজু হয়েছে।

Advertisment

মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাজ্য হওয়ায় সেখানে মাদক পাচারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রাজ্যকে মাদক পাচারের করিডর হিসেবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু সরকার কঠোর পদক্ষেপ নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করছে। মানিক সাহা বলেন, এই পদক্ষেপের ফলে আগামী দিনে রাজ্য দেশের অন্যতম উন্নত রাজ্যে পরিণত হবে।

tripura