Tripura News: রাজ্যে বৈদ্যুতিন ট্রেন পরিষেবা চালু করার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, ১৩২ কেভি বিদ্যুৎ পরিবাহী লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন

Tripura News: রাজ্যে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে বুধবার একটি ১৩২ কেভি বিদ্যুৎ পরিবাহী লাইন আনুষ্ঠানিকভাবে চালু করেছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম।

Tripura News: রাজ্যে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে বুধবার একটি ১৩২ কেভি বিদ্যুৎ পরিবাহী লাইন আনুষ্ঠানিকভাবে চালু করেছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

বুধবার একটি ১৩২ কেভি বিদ্যুৎ পরিবাহী লাইন আনুষ্ঠানিকভাবে চালু করেছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম।

Tripura News: রাজ্যে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে বুধবার একটি ১৩২ কেভি বিদ্যুৎ পরিবাহী লাইন আনুষ্ঠানিকভাবে চালু করেছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম।

Advertisment

সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রাজ্য বিদ্যুৎ নিগমের এক আধিকারিক আজ জানান, গোমতী জেলার উদয়পুর শহরের রেল স্টেশনের রেলওয়ে ট্র্যাক সাবস্টেশনের সাথে অনতিদূরে অবস্থিত বনদুয়ার অঞ্চলের ১৩২ কেভি ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ সাবস্টেশনকে গতকাল যুক্ত করা হয়েছে।

এর ফলে রাজ্যে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করার জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের যে উদ্যোগ জারি রয়েছে তার অংশ হিসেবে শুধু আগরতলা নয় বরং রাজ্যের দক্ষিণাংশে অবস্থিত উদয়পুর শহর অবদি বিদ্যুৎ চালিত রেল পরিষেবা পৌঁছে যাবে ভবিষ্যতে। বর্তমানে সেখানে ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন পরিচালিত রেল পরিষেবা চালু আছে। 

Advertisment

এই বিদ্যুৎ সাব স্টেশনটি যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে উদয়পুরের তথা সারা ভারতবর্ষের একান্ন শক্তি পিঠের অন্যতম ত্রিপুরা সুন্দরী মন্দিরের কাছে মাতাবাড়ি রেলস্টেশন পর্যন্ত বৈদ্যুতিক রেল পরিষেবা চালু করার প্রস্তুতি সম্পন্ন হলো বলে রাজ্য বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে জানানো হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্যের পশ্চিম জেলার জিরানিয়া শহরে প্রথম বৈদ্যুতিক লোকোমোটিভ পরিচালিত বিদ্যুৎ চালিত ট্রেন পরিষেবার ট্রায়াল রান অনুষ্ঠিত হয়। 

গোটা উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে ত্রিপুরা রাজ্যে ও বিদ্যুৎ চালিত ট্রেন পরিষেবা চালু করার জন্য ফেব্রুয়ারি মাসে ২১ টি বগিওয়ালা একটি মালগাড়ি আসামের বদরপুর স্টেশন থেকে রওনা হয়ে জিরানিয়াতে এসে পৌঁছেছিল। ২০২২ সালে ৪৬ কোটি টাকা ব্যয়ে জাতীয় রেলপথের বৈদ্যুতিন গ্রিড এর সাথে ত্রিপুরা রাজ্যকেও জুড়ে দেওয়ার জন্য একটি মেগা প্রকল্প হাতে নিয়েছিল কেন্দ্রীয় সরকার। 

তখনই উত্তরপূর্বাঞ্চলের সীমান্ত রেলওয়ের পক্ষে জানানো হয়েছিল যে রাজ্য বিদ্যুৎ নিগম এই বৈদ্যুতিন রেল পরিষেবার জন্য তার নিজস্ব পরিবাহী তার এর মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ অনতিবিলম্বেই সম্পন্ন করবে। গতকাল গোমতী জেলার উদয়পুর শহরে এই বিদ্যুৎ সংযোগ স্থাপনের মধ্য দিয়ে বৈদ্যুতিন রেল পরিষেবার যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো বলে স্থানীয় রেল কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে।

তবে উদয়পুরের দক্ষিণে শান্তিরবাজার বিলোনিয়া এবং রাজ্যের দক্ষিণতম অংশ সাবরুম শহর পর্যন্ত এখন রেল পরিষেবা চালু রয়েছে। আপাতত সেই অংশগুলিতে ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন এর মাধ্যমেই রেল পরিষেবা দেয়া হচ্ছে। বর্তমানে কলকাতা গুয়াহাটি দিল্লি বেঙ্গালুরু সহ ভারতবর্ষের বিভিন্ন শহরে আগরতলা থেকে সরাসরি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন ও মালগাড়ি পরিষেবা চালু রয়েছে।

tripura