Advertisment

সাম্প্রদায়িকতা-অপরাধমূলক চক্রান্তের অভিযোগে সিপিআইএম-এর প্রাক্তন সাংসদকে আটক

পশ্চিম আগরতলা থানার অফিসার-ইন-চার্জ জয়ন্ত কর্মকারের কাছে সিপিআইএম নেতার নামে অভিযোগ জমা পড়ে। পরে তিনি তা খুমুলওয়াং থানায় পাঠিয়ে দেন যেখানে ঘটনাটি ঘটেছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
arrest

প্রতীকী ছবি।

একটি সোশাল মিডিয়া পোস্টকে ঘিরে শুরু হল তুমুল আলোড়ন। ত্রিপুরার আদিবাসী অঞ্চল তথা স্বায়ত্তশাসিত জেলা কাউন্সিলের (টিটিএএডিসি) সদর দফতর খুমুলওয়ংয়ে আদিবাসী মহিলার মূর্তির উপর একটি বিবৃতি ঘিরে অশান্ত হল দেশের এই উত্তর-পূর্ব এলাকা। সিপিআইএম-এর প্রাক্তন সাংসদ তথা নেতা জীতেন্দ্র চৌধুরিকে সাম্প্রদায়িকতা-অপরাধমূলক চক্রান্তের অভিযোগে আটক করল ত্রিপুরা পুলিশ।

Advertisment

ত্র জিরানিয়ার পুলিশ সুপার সুমন মজুমদার জানান জীতেন্দ্র চৌধুরির নামে ভারতীয় দন্ডবিধির একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

কী নিয়ে ঘটনার সূত্রপাত?

জানা গিয়েছে শনিবার সকালে ১৭ ফিট উচ্চতার একটি মূর্তি ভাঙা নিয়ে বিরোধ হয়। যেখানে মূর্তিটিকে বুক বরাবর ভাঙা হয় বলে সোশাল মিডিয়া পোস্টে দাবি করেন সিপিআইএম নেতা। এর নেপথ্যে রয়েছে বিজেপি এমন চাঞ্চল্যকর কথাও লেখেন তিনি। এরপরই প্রতিবাদের ঝড় ওঠে।

বিজেপির রাজ্যে সম্পাদক মিহির সরকার বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, দুর্নীতির এবং বিকৃত উদ্দেশ্য নিয়ে এই রাজ্যের অন্যতম রাজনৈতিক দল, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) জালিয়াতির সঙ্গে সত্যকে বিকৃত করার চেষ্টা করছে। এই দোষটি বিজেপি এবং আরএসএসের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।" জীতেন্দ্রর বিরুদ্ধে অভিযোগে মিহির সরকার লেখেন, "ভারী বৃষ্টি এবং ঝড়ের কারণে মূর্তিটি ভেঙে পড়ে। সেই সময় সেখানে পুলিশকর্মীরাও উপস্থিত ছিল।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CPIM tripura
Advertisment