'দেখি কার কত দম'! মমতার বিরাট হুঁশিয়ারি, উত্তাল রাজ্য রাজনীতি

ত্রিপুরার আগরতলায় রাজনৈতিক উত্তেজনা। বুধবার সকালে বিমানবন্দরে গাড়ি বিভ্রাটের জেরে প্রায় তিন ঘণ্টা আটকে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। দীর্ঘ অপেক্ষার পর ক্ষুব্ধ তৃণমূল নেতারা বিমানবন্দর প্রাঙ্গণেই ধরনায় বসেন।

ত্রিপুরার আগরতলায় রাজনৈতিক উত্তেজনা। বুধবার সকালে বিমানবন্দরে গাড়ি বিভ্রাটের জেরে প্রায় তিন ঘণ্টা আটকে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। দীর্ঘ অপেক্ষার পর ক্ষুব্ধ তৃণমূল নেতারা বিমানবন্দর প্রাঙ্গণেই ধরনায় বসেন।

author-image
Debraj Deb
New Update
mamata banerjee, north bengal flood,bjp mp khagen murmu,shankar ghosh, nagrakata bjp attacked,siliguri news, north bengal weather update today,bengali news today, suvendu adhikari mirisk, mamata banerjee mirik visit,খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়, মিরিকে মমতা, শুবেন্দু অধিকারী, নাগরাকাটা বিজেপি হামলা

News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

ত্রিপুরায় তৃণমূল প্রতিনিধিদলের উপর বাধা, মুখ্যমন্ত্রীর কটাক্ষ – “ত্রিপুরায় তৃণমূল সাইনবোর্ড সর্বস্ব দল”, পাল্টা হুঁশিয়ারি মমতার। 

Advertisment

আগরতলায় রাজনৈতিক উত্তেজনা। বুধবার সকালে বিমানবন্দরে গাড়ি বিভ্রাটের জেরে প্রায় তিন ঘণ্টা আটকে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। দীর্ঘ অপেক্ষার পর ক্ষুব্ধ তৃণমূল নেতারা বিমানবন্দর প্রাঙ্গণেই ধরনায় বসেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বাকবিতণ্ডায়। পরে তাঁরা আক্রান্ত দলীয় কার্যালয় পরিদর্শন করেন এবং রাজ্য পুলিশের ডিজি অনুরাগ ধ্যানকরের সঙ্গে বৈঠক করেন।

তৃণমূল নেতাদের অভিযোগ, ত্রিপুরায় তাদের দলীয় কার্যালয়ে হামলা হয়েছে, কর্মীরা আক্রান্ত। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন তাঁরা। বৈঠকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, তিনটি বিষয় নিয়ে পুলিশের ডিরেক্টর জেনারেলের সঙ্গে আলোচনা হয়েছে — দলের কার্যালয়ে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার, আগের হামলার মামলাগুলির সর্বশেষ অগ্রগতি এবং কর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা।

Advertisment

ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা অবশ্য সমস্ত অভিযোগ খণ্ডন করে বলেন, “গতকালকের ঘটনায় কিছু নেতা ‘সুযোগ পেয়েছি, সুযোগ পেয়েছি’ মনোভাব নিয়ে কলকাতা থেকে আগরতলা এসেছেন। তারা আসুক, যা করার করবে, এতে আমাদের কোনও আপত্তি নেই।” পাশাপাশি তৃণমূলকে “ত্রিপুরায় সাইনবোর্ড সর্বস্ব দল” বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, আগরতলায় দলের নেতারা তিন ঘণ্টা বিমানবন্দরে আটকে পড়েছেন, এই খবর পেয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সেরকম হলে আমিও যাব। দেখি কার কত দম!”

তৃণমূল নেতারা মনে করিয়ে দেন, ২০২১ সালের পুরসভা নির্বাচন ও ২০২৩ সালের বিধানসভা ভোটের আগে সুস্মিতা দেবের কনভয়ে আক্রমণ, নেতা সুদীপ রাহার উপর হামলা, কর্মীদের উপর নির্যাতনের ঘটনাগুলির পুনরাবৃত্তি ঘটছে ত্রিপুরায়। তাঁদের অভিযোগ, বিজেপি রাজ্যে গণতন্ত্রের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে।

তবে কুণাল ঘোষের বক্তব্যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটও উঠে আসে। তিনি বলেন, “বাংলায় আহত বিজেপি নেতৃত্বদের দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গেছেন। অথচ ত্রিপুরায় আমরা এলে ষড়যন্ত্র করা হচ্ছে।”

এই ঘটনার পর ত্রিপুরার রাজনৈতিক মহলে ফের তৃণমূল বনাম বিজেপি সংঘাতের নতুন অধ্যায় শুরু হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Manik Saha CM Mamata banerjee