/indian-express-bangla/media/media_files/2025/07/16/tripura-govt-announces-massive-recruitment-drive-2025-07-16-18-40-59.jpg)
বাস ভাঙচুর ও হিংসাত্মক ঘটনার নিন্দায় সরব ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
বিশ্রামগঞ্জে উন্মত্ত জনতার হাতে বাস ভাঙচুর ও হিংসাত্মক ঘটনার নিন্দায় সরব ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নেওয়ার বার্তা দিয়েছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আইনের উপর আস্থা রাখুন। আইন নিজের হাতে তুলে নেওয়া অনুচিত।"
মুখ্যমন্ত্রীর এই আবেদন আসে এমন সময়ে, যখন বিশ্রামগঞ্জের ঘটনার পর রাজ্যে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে উত্তেজিত জনতা যাত্রীবাহী বাসে হামলা চালায় এবং অন্যান্য নিরীহ যাত্রীদেরও আক্রমণ করা হয়।
ঘটনার প্রতিক্রিয়ায় মুখ খুলেছেন শাসকদল বিজেপি-র শরিক তিপ্রা মোথা দলের প্রধান প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মা। তিনি এই ঘটনাকে "আশঙ্কাজনক" বলে অভিহিত করে বলেন, "এটি উপজাতি বনাম অনু-উপজাতি কোনও ইস্যু নয়। এটা এক মহিলার সম্মান রক্ষার প্রশ্ন। সেই কারণে বিভাজনের রাজনীতি না করে সকলকে এক হয়ে শান্তি বজায় রাখতে হবে।"
তিনি আরও বলেন, "আমি নির্যাতিতা ও তাঁর মায়ের সঙ্গে কথা বলেছি। সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছি। পুলিশের সঙ্গে কথা হয়েছে। তাঁরা আইনের শাসন বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।"
ঘটনার রাজনৈতিক বা জাতিগত রঙ না দেওয়ার আহ্বান জানিয়ে প্রদ্যুৎ দেববর্মা বলেন, "আমি সকলকে অনুরোধ করছি—হিংসা দিয়ে কোনও সমস্যার সমাধান হয় না। এতে শুধুই সমাজে বিভাজন তৈরি হয়।"
রাজ্য সরকারের তরফে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। একইসঙ্গে এলাকায় শান্তি বজায় রাখার জন্য বাড়ানো হয়েছে পুলিশি টহল।