স্বামীকে খুন করে বেডরুমে পুঁতে রাখার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ত্রিপুরার এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য় ছড়িয়েছে। স্বামীকে খুনের অভিযোগে ইতিমধ্য়েই গ্রেফতার করা হয়েছে ২১ বছর বয়সী ভারতী ত্রিপুরাকে।
গন্ডাচেরা থানার পুলিশের একটি দল ভক্তিপাড়া এলাকায় তল্লাশি অভিযান চালায়। সেখানেই তাঁদের ঘর থেকে উদ্ধার করা হয় ৩০ বছর বয়সী সঞ্জিত রেয়াংয়ের দেহ। বেডরুমে মাটির মেঝেয় তাঁকে পুঁতে রাখা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। মৃত যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনা প্রসঙ্গে ইন্ডিয়ানএক্সপ্রেস ডট কমকে ধলাইয়ের পুলিশ সুপার কিশোর দেববর্মা জানিয়েছেন, ইতিমধ্য়েই এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, প্রায়শই ঝগড়াঝাটি করতেন ওই দম্পতি। একই দাবি করেছেন পড়শিরাও।
আরও পড়ুন: সুশান্ত মৃত্যুকাণ্ড: রিয়ার হোয়াটসঅ্যাপের সূত্রে মাদক সরবরাহকারীদের খোঁজ, দ্রুত গ্রেফতার
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ''প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে ঝগড়ার জেরে স্বামীকে খুন করা হয়। ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়। তারপরই মৃত্য়ু হয় স্বামীর। এরপর তাঁকে পুঁতে দেওয়া হয়। খুনের পরের দিনই পালিয়ে যান স্ত্রী। গত ২৭ অগাস্ট স্ত্রীকে গ্রেফতার করা হয়''।
এদিকে, অভিযুক্ত স্ত্রী করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। তাঁকে কোভিড কেয়ার সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। ওই দম্পতির ৭ বছরের একটি মেয়ে রয়েছে। তাকে পরিজনদের কাছে রাখা হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন