Libia Lobo Sardesai: পদ্মশ্রী সম্মান পাচ্ছেন শতায়ু এই স্বাধীনতা সংগ্রামী, চেনেন লিবিয়া লোবো সরদেশাইকে?

Libia Lobo Sardesai: লিবিয়া লোবো সরদেশাই, এই স্বাধীনতা সংগ্রামী গোয়ার স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পর্তুগিজ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের জন্য রেডিওর মাধ্যমে নিয়মিত বার্তা দিতেন।

Libia Lobo Sardesai: লিবিয়া লোবো সরদেশাই, এই স্বাধীনতা সংগ্রামী গোয়ার স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পর্তুগিজ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের জন্য রেডিওর মাধ্যমে নিয়মিত বার্তা দিতেন।

author-image
IE Bangla Web Desk
New Update

লিবিয়া লোবো সরদেশাই, এই স্বাধীনতা সংগ্রামী গোয়ার স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পর্তুগিজ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের জন্য রেডিওর মাধ্যমে নিয়মিত বার্তা দিতেন। পরে লিফলেট বিলি করে গোয়াবাসীকে মুক্তির কথা ঘোষণা করেছিলেন। শতায়ু সেই স্বাধীনতা সংগ্রামী লিবিয়া লোবো সরদেশাই পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত তাঁকে ‘সাহস ও সংকল্পের প্রতীক’ বলে প্রশংসা করেছেন।

Advertisment
Goa Padma Award Padma Shri freedom