Delta Airlines plane crash: ল্যান্ডিংয়ের সময় আছড়ে পড়ে উল্টে গেল বিমান, ভয়াবহ ভিডিও ভাইরাল

Delta Airlines plane crash: ডেল্টা এয়ারলাইন্সের ৪৮১৯ বিমানটিতে ৭৬ জন যাত্রী এবং ৪ জন ক্র্ু সদস্য ছিলেন। টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে নামার সময় ঘটে এই বিপত্তি। দুর্ঘটনার পর সমস্ত যাত্রীকে উদ্ধার করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update

অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ল যাত্রিবাহী বিমান। সোমবার মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা টরন্টো বিমানবন্দরে। আমেরিকার মিনিয়াপোলিসের সেন্ট পলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডেল্টা এয়ারলাইন্সের যাত্রিবাহী বিমানটি টরন্টো এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের সময় এই বিপত্তি ঘটে। অবতরণের সময় তুষারঝড়ের কারণে বরফে ঢাকা এয়ারপোর্টে নিয়ন্ত্রণ হারায় বিমানটি। আছড়ে পড়ার পর বিমানটি উল্টে যায়। ঘটনায় ৮০ জন যাত্রীর মধ্যে ১৮ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

toronto plane crash General News