Advertisment

Open Manhole death: সুপ্রিম নির্দেশকে উপেক্ষা! ম্যানহোল পরিষ্কারে নেমে মৃত ৩ শ্রমিক, তুমুল চাঞ্চল্য কলকাতায়

Open Manhole death: কলকাতা লেদার কমপ্লেক্স এ আবারো মৃত্যু। ট্যানারির বর্জ্য পরিষ্কার করতে ম্যানহোলে নেমে কাজ করার সময় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update

কলকাতা লেদার কমপ্লেক্স এ আবারও মৃত্যু। ট্যানারির বর্জ্য পরিষ্কার করতে ম্যানহোলে নেমে কাজ করার সময় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্বাসরোধ হয়েই মৃত্যু বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। মৃত তিন সাফাইকর্মীর নাম ফরজেম শেখ, হাসি শেখ এবং সুমন সর্দার। 

West Bengal KMDA Firhad Hakim West Bengal News west bengal latest news
Advertisment