New Update
কলকাতা লেদার কমপ্লেক্স এ আবারও মৃত্যু। ট্যানারির বর্জ্য পরিষ্কার করতে ম্যানহোলে নেমে কাজ করার সময় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্বাসরোধ হয়েই মৃত্যু বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। মৃত তিন সাফাইকর্মীর নাম ফরজেম শেখ, হাসি শেখ এবং সুমন সর্দার।