সিনে-জগতে নক্ষত্রপতন, চলে গেলেন অস্কার-মনোনীত অভিনেত্রী

ডায়ান ল্যাডের দীর্ঘ অভিনয় ক্যারিয়ার শুরু হয় মঞ্চ ও টেলিভিশনে, তবে ১৯৭৪ সালে মার্টিন স্করসেসির “Alice Doesn’t Live Here Anymore” ছবির মাধ্যমে তিনি বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠেন।

ডায়ান ল্যাডের দীর্ঘ অভিনয় ক্যারিয়ার শুরু হয় মঞ্চ ও টেলিভিশনে, তবে ১৯৭৪ সালে মার্টিন স্করসেসির “Alice Doesn’t Live Here Anymore” ছবির মাধ্যমে তিনি বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dyne

চলে গেলেন অভিনেত্রী...

তিনবার অস্কার মনোনয়নের সম্মানপ্রাপ্ত এবং শক্তিশালী অভিনয়ের জন্য বিখ্যাত হলিউড অভিনেত্রী ডায়ান ল্যাড আর নেই। ৮৯ বছর বয়সে ক্যালিফোর্নিয়ার ওজাইতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পাশে ছিলেন তাঁর মেয়ে, অভিনেত্রী লরা ডার্ন। লরা এক বিবৃতিতে মায়ের মৃত্যুর খবর জানিয়ে তাকে নিজের “চিরকালের নায়ক” এবং “জীবনের সবচেয়ে বড় উপহার” বলে বর্ণনা করেছেন। মৃত্যুর কারণ ঘোষণা করা হয়নি। 

Advertisment

ডায়ান ল্যাডের দীর্ঘ অভিনয় ক্যারিয়ার শুরু হয় মঞ্চ ও টেলিভিশনে, তবে ১৯৭৪ সালে মার্টিন স্করসেসির “Alice Doesn’t Live Here Anymore” ছবির মাধ্যমে তিনি বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠেন। ছবিতে ‘ফ্লো’ চরিত্রে তাঁর অভিনয় তাঁকে প্রথম অস্কার মনোনয়ন এনে দেয়। সে সময় থেকেই তিনি সিনেমা জগতে অনন্য কণ্ঠ এবং ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত হন।

Indian Women cricket Team: মেয়েদের স্বাধীনতায় হস্তক্ষেপ! মেয়েরা বিশ্বকাপ জেতার পরেই মুখ্যমন্ত্রীকে তুলোধোনা শ্রীলেখার

Advertisment

পরবর্তী চার দশকে “চায়নাটাউন”, “প্রাইমারি কালার্স”, “ওয়াইল্ড অ্যাট হার্ট” এবং “র‍্যাম্বলিং রোজ”-সহ বহু উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেন। “ওয়াইল্ড অ্যাট হার্ট” এবং “র‍্যাম্বলিং রোজ”- এই দুই ছবির জন্য আরও দুটি অস্কার মনোনয়ন পান তিনি। উল্লেখযোগ্যভাবে, “র‍্যাম্বলিং রোজ”-এ একই সঙ্গে মা-মেয়ে হিসেবে অভিনয় করেন ল্যাড এবং লরা ডার্ন। দুজনেই সেই ছবির জন্য অস্কার মনোনীত হন- যা ছিল এক বিরল ঘটনা।

ডেভিড লিঞ্চ পরিচালিত “ওয়াইল্ড অ্যাট হার্ট”-এ তাঁর চরিত্র দারুণ নজর কাড়ে। সেটে লিঞ্চের সঙ্গে তাঁর সাহসী সৃজনশীল সহযোগিতা নিয়ে ল্যাড বহুবার কথা বলেছেন। এক সাক্ষাৎকারে জানান, স্ক্রিপ্টে লেখা দৃশ্য পছন্দ না হওয়ায় তিনি নিজেই আরও নাটকীয় বিকল্প প্রস্তাব করেন। লিঞ্চ তা সানন্দে গ্রহণ করেন, এবং সেই দৃশ্য ছবির অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে। 

Raj Chakrabarty-Subhashree Ganguly: 'সারপ্রাইজ দিতে গেলেও ওঁর সাহায্য লাগে', শুভশ্রীর জন্মদিনে কী প্ল্যান রাজের?

মিসিসিপির লরেলে জন্ম নেওয়া রোজ ডায়ান ল্যাডনার, শৈশব থেকেই অভিনয়ের প্রতি আকৃষ্ট ছিলেন। তাঁর পরিবারও শিল্পমনের প্রতি বেশ আকৃষ্ট ছিলেন। সারা জীবন অভিনয়, সৃজনশীলতা এবং মানবিকতার মিশেলে দর্শকদের মন জয় করেছেন ডায়ান ল্যাড। তাঁর কাজ এবং আত্মা, দুটোই থেকে যাবে স্মরণীয়।

Entertainment News Today Entertainment News