New Update
সোমবার সকালে অসমের দিমা হাসাও জেলার প্রত্যন্ত শিল্পশহর উমরাংসোর অবৈধ খনিতে কয়লার খোঁজে নেমেছিলেন শ্রমিকেরা। কিন্তু আচমকাই ওই জল প্রবেশ করতে শুরু করে। কিছু শ্রমিক বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেও আটকে থাকে আরও অনেকে। ইতিমধ্যে একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। শেষ পাওয়া খবর এখনও ৮ জন শ্রমিক খনিতেই আটকে আছে। তাঁরা জীবিত, না খনির মধ্যেই মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। উদ্ধারের চেষ্টা করছে উদ্ধারকারী দল।