Pakistan Attack: পাক সেনার কনভয়ে ভয়ঙ্কর ফিঁদায়ে হামলা, ছিন্নভিন্ন একাধিক সেনার দেহ, ৯০ মৃত্যুর বিরাট দাবি

Pakistan Attack: জাফর এক্সপ্রেস ছিনতাইয়ের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান আর্মির উপর ভয়াবহ হামলা। রবিবার (১৬ মার্চ) বালোচিস্তানে একটি সেনা কনভয়ে হামলা চালানো হয়। বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। বিএলএ দাবি করেছে হামলায় কমপক্ষে ৯০ জন পাকিস্তানি সেনাকে হত্যা করা হয়েছে।

Pakistan Attack: জাফর এক্সপ্রেস ছিনতাইয়ের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান আর্মির উপর ভয়াবহ হামলা। রবিবার (১৬ মার্চ) বালোচিস্তানে একটি সেনা কনভয়ে হামলা চালানো হয়। বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। বিএলএ দাবি করেছে হামলায় কমপক্ষে ৯০ জন পাকিস্তানি সেনাকে হত্যা করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update

দ্য বালোচিস্তান পোস্টের রিপোর্ট অনুসারে, রবিবার সকালে বালোচিস্তানের রাজধানী শহর কোয়েটা থেকে তাফতানের উদ্দেশে যাচ্ছিল এই সেনা কনভয়। সে সময়েই কনভয়ে হামলা চালায় বালোচ জঙ্গিরা। তাঁদের দাবি, ৯০ জনকে হত্যা করেছে তাঁরা। তবে পাক প্রশাসন সূত্রে খবর, এই হামলায় সাত জনের মৃত্যু হয়েছে। আহত ২১ জন। স্থানীয় সূত্রে জানা গেছে, আরসিডি হাইওয়েতে সেনা কনভয়ে হামলার ঘটনা ঘটে। প্রথমে পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে এবং তারপর প্রচণ্ড গুলিবর্ষণ শুরু হয়। এই হামলার পর তড়িঘড়ি অ্যাম্বুল্যান্স এবং নিরাপত্তা বাহিনীকে ঘটনাস্থলের দিকে ছুটে যেতে দেখা গেছে, এবং হাসপাতালগুলিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

IED Blast Balochistan Pakistan Army