Advertisment

Bangladesh News: বউয়ের শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বয়কটের ডাক খালেদার দলের নেতার

Bangladesh BNP Leader calls for Boycott India: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্ত্রীর শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিলেন। ঢাকার প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি নিজের স্ত্রীর দেওয়া ভারতীয় শাড়ি ছুড়ে ফেলে দেন অনুষ্ঠানে। পরে নেতাকর্মীরা সেই শাড়িতে আগুন ধরিয়ে দেয়।

author-image
IE Bangla Web Desk
New Update

ভারতের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে রাখলেন BNP নেতা রুহুল কবীর রিজভি। রিজভির হুঁশিয়ারি, 'ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে, আমরা সম্প্রসারণ চালিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং অন্যান্য আশেপাশের দেশ আমরা কবজা করে নেব। এটা কিন্তু, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আপনাদের যদি অশুভ ইচ্ছে থাকে, আমরাও তাহলে বলব আমাদের যে নবাবের এলাকা বাংলা, বিহার, ওড়িশা আমরা সেটা দাবি করব, যদি আপনারা একইরকমভাবে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করেন।'

Bangladesh Unrest Bangladesh Crisis Bangladesh Muhammad Yunus Bangladesh Government Begam Khaleda Jia Sheikh Hasina Bangladesh Violence Bangladesh Quota Protest
Advertisment