New Update
ভারতের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে রাখলেন BNP নেতা রুহুল কবীর রিজভি। রিজভির হুঁশিয়ারি, 'ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে, আমরা সম্প্রসারণ চালিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং অন্যান্য আশেপাশের দেশ আমরা কবজা করে নেব। এটা কিন্তু, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আপনাদের যদি অশুভ ইচ্ছে থাকে, আমরাও তাহলে বলব আমাদের যে নবাবের এলাকা বাংলা, বিহার, ওড়িশা আমরা সেটা দাবি করব, যদি আপনারা একইরকমভাবে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করেন।'