BSF-BGB Meeting: বাংলাদেশে অস্থিরতার মধ্যেই বেনাপোলে BSF-BGB বৈঠক, কী কথা হল দুই সীমান্তরক্ষী বাহিনীর?

BSF-BGB Meeting in Benapole Border: এদিন সকাল ১১টা নাগাদ পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোলে যান বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি এবং বিএসএফ-র অন্যান্য আধিকারিকারা। বেনাপোল সীমান্তে বৈঠক শেষে দুপুর দুটো নাগাদ ফিরে আসেন তাঁরা।

BSF-BGB Meeting in Benapole Border: এদিন সকাল ১১টা নাগাদ পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোলে যান বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি এবং বিএসএফ-র অন্যান্য আধিকারিকারা। বেনাপোল সীমান্তে বৈঠক শেষে দুপুর দুটো নাগাদ ফিরে আসেন তাঁরা।

author-image
IE Bangla Web Desk
New Update

ভারত-বাংলাদেশের সাম্প্রতিক পক্ষাপটে দাঁড়িয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর উচ্চপর্যায়ের বৈঠক হল। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সীমান্তের বেনাপোলে এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মনিন্দর প্রতাপ সিং পাওয়ার-সহ একাধিক আধিকারিকেরা। বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র উচ্চপদস্থ আধিকারিকেরা। আইজি পর্যায়ের এই বৈঠকে সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।  

Advertisment
Bangladesh West Bengal BSF West Bengal Police West Bengal News Bangladesh Violence west bengal latest news