New Update
BSF-BGB Meeting: বাংলাদেশে অস্থিরতার মধ্যেই বেনাপোলে BSF-BGB বৈঠক, কী কথা হল দুই সীমান্তরক্ষী বাহিনীর?
BSF-BGB Meeting in Benapole Border: এদিন সকাল ১১টা নাগাদ পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোলে যান বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি এবং বিএসএফ-র অন্যান্য আধিকারিকারা। বেনাপোল সীমান্তে বৈঠক শেষে দুপুর দুটো নাগাদ ফিরে আসেন তাঁরা।
Advertisment