New Update
ভারত-বাংলাদেশের সাম্প্রতিক পক্ষাপটে দাঁড়িয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর উচ্চপর্যায়ের বৈঠক হল। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সীমান্তের বেনাপোলে এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মনিন্দর প্রতাপ সিং পাওয়ার-সহ একাধিক আধিকারিকেরা। বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র উচ্চপদস্থ আধিকারিকেরা। আইজি পর্যায়ের এই বৈঠকে সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।