আগেই বলা হয়েছিল নতুন রাজনৈতিক দল ঘোষণার কথা। গতকাল ছাত্র ও তরুণদের নেতৃত্বে গঠিত বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটল। বুধবারই সেই প্রক্রিয়া সেরে ফেলা হলেও নতুন দলের আত্মপ্রকাশ ও নেতৃত্বের নাম ঘোষণা ঘিরে যেভাবে দফায় দফায় দু'টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধল, নতুন দল ভূমিষ্ঠ হওয়ার ক্ষণ থেকেই বিতর্কে জড়াল বাংলাদেশের এই নয়া রাজনৈতিক দল।