New Update
রবিবার মাঝরাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাতটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলে ব্যাপক সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পথে নামে কয়েকশো পুলিশ। অভিযোগ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত সাত কলেজের কয়েকশো শিক্ষার্থী। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ছুটে এলে দুপক্ষের মধ্যে ব্যাপক ঝামেলা শুরু হয়। এই ঘটনায় আহত হয়েছে বেশ কিছু ছাত্র।