আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইনকিলাব মঞ্চ। শুক্রবার নমাজের পর গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। শনিবার ঢাকার পরিস্থিতি ছিল থমথমে। উত্তেজনা ছিল সর্বত্র। ইউনূস সরকার উচ্ছেদ করে দেশে সেনাশাসন কায়েম’ করার দাবিতেও এক দল মানুষ মিছিল বের করেন ঢাকায়।