New Update
মুহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে কার্যত 'বোমা' ফাটালেন বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন'। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিশানা করে তিনি বলেন, 'আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, তাই আমি মনে করি প্রতিটি মানুষের তাদের ধর্ম পালনের অধিকার আছে'। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করে তসলিমা নাসরিন সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'বাংলাদেশে এখন চরমপন্থীদের দখলে চলে গিয়েছে। জামায়াতরা কার্যত গোটা বাংলাদেশের দখল নিয়েছে'। বিতর্কিত লেখিকা আরও দাবি করেছেন, 'দেশে আজ গণতন্ত্র বলে কিছুই নেই। সেই সুযোগকে কাজে লাগিয়ে নারী এবং সংখ্যালঘু সম্প্রদায়কে বারে বারে টার্গেট করা হচ্ছে'