New Update
Beldanga Violence: মুর্শিদাবাদের বেলডাঙায় সাম্প্রদায়িক হিংসা ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার তিনি মুর্শিদাবাদের বেলডাঙায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন।। তবে নদিয়ার কৃষ্ণনগরে তাঁর কনভয় পৌঁছোতেই সুকান্তকে আটকে দেয় পুলিশ। বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে রীতিমতো বচসা শুরু হয়ে যায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। পরে সুকান্ত মজুমদারকে আটক করে পুলিশ।