Arjun Singh-Suvendu Adhikari: বাংলার সিভিক ভলেন্টিয়াররা জামাতের জঙ্গি! কেন এই অভিযোগ অর্জুন-শুভেন্দুর?

Arjun Singh and Suvendu Adhikari slams WB Govt: রাজ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তাঁদের উত্তর, রাজ্য জঙ্গিতে ভরে গিয়েছে। সিভিক ভলেন্টিয়ারের ৯০ শতাংশ এখন জঙ্গি মদতপুষ্ট বলে অভিযোগ করেন এই দুই বিজেপি নেতা।

author-image
IE Bangla Web Desk
New Update

ক্যানিং থেকে গ্রেফতার সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি। জম্মু-কাশ্মীর পুলিশ এবং রাজ্য পুলিশের যৌথ উদ্যোগে ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন এই ব্যক্তিকে। ধৃতের নাম জাভেদ আহমেদ মুন্সি। এর আগে মুর্শিদাবাদ থেকেই গ্রেফতার হয়েছে আরও এক সন্দেহভাজন জঙ্গি। রাজ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তাঁদের উত্তর, রাজ্য জঙ্গিতে ভরে গিয়েছে। সিভিক ভলেন্টিয়ারের ৯০ শতাংশ এখন জঙ্গি মদতপুষ্ট বলে অভিযোগ করেন এই দুই বিজেপি নেতা।

west bengal politics West Bengal Arjun Singh Suvendu Adhikari West Bengal News Civic Volunteer west bengal latest news