বুধবার শুরু হয়েছে দু'দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনের শেষে মুখে চওড়া হাসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ, প্রথম দিনের শেষে রাজ্য ৯১ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছে। রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র প্রথম দিনের শেষে এই বিপুল বিনিয়োগের বিষয়ে নিশ্চিত করেছেন। বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, বিশ্ব বঙ্গ সম্মেলনের প্রথম দিন সফল।