Advertisment

Murder in Katihar Express: কাটিহার এক্সপ্রেসের কামরায় মৃতদেহ ঘিরে চাঞ্চল্য হাওড়ায়

Howrah Train Murder: পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়কে। রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্য।

author-image
IE Bangla Web Desk
New Update

ডাউন কাটিহার এক্সপ্রেস থেকে উদ্ধার তবলাবাদকের মৃতদেহ! ট্রেনের প্রতিবন্ধী কামরা থেকে বৃহস্পতিবার মৃতদেহটি উদ্ধার করে জিআরপি। ট্রেনটি হাওড়া এসে দাঁড়ালে এই ঘটনায় চঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়কে। রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্য। কোচে আরপিএফ থাকলে এমন ঘটনা এড়ানো যেত বলেই মনে করছেন পরিবারের সদস্য অর্ক চট্টোপাধ্যায়।

Howrah Station West Bengal west bengal latest news West Bengal News
Advertisment